দার্জিলিং, 2 ফেব্রুয়ারি : দার্জিলিং বছরের যেকোন সময়ই সুন্দর ৷ তবে শীতকালে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ ৷ পর্যকটদের পাশাপাশি স্থানীয়রাও এই শীতের মরসুম চুটিয়ে উপভোগ করেন ৷ এবারও তা ব্যতিক্রম হয়নি ৷ খুশির আমেজ পাহাড়ে । টানা তুষারপাত হচ্ছে পাহাড়জুড়ে (Heavy Snowfall in Darjeeling) ।
মঙ্গলবার ও বুধবার সকালে ফের তুষারপাত হল শৈলরানিতে । পাশাপাশি তুষারপাত হয়েছে সান্দাকফু ও লাচেনেও । এদিন সকালে দার্জিলিংয়ের টাইগার হিল, চটকপুর, জলাপাহাড়, ঘুম, জোরবাংলো, তিন মাইল-সহ একাধিক জায়গায় তুষারপাত হয় । আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সকালে তুষারপাতের সম্ভাবনা ছিলই । তবে সমতলে এদিন আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও মোটের উপর পরিষ্কারই ছিল ।