পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor C V Ananda Bose: দত্তপুকুর যেতে চান রাজ্যপাল, শিশু সুরক্ষা নিয়েও পদক্ষেপ করার আশ্বাস - duttapukur blast

রবিবার মাটিগাড়ায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পরে তিনি রাজ্যে শিশু নিরাপত্তার খাতিরে পদক্ষেপ করার কথা জানান তিনি ৷ প্রতিক্রিয়া দেন দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ নিয়েও ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 4:58 PM IST

Updated : Aug 27, 2023, 6:53 PM IST

রাজ্যপাল ও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য

শিলিগুড়ি, 27 অগস্ট:দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ও তার জেরে হতাহতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রবিবার শিলিগুড়ি থেকে তিনি জানান ঘটনাস্থলে যাবেন ৷ তিনি বলেন,"আমি ঘটনা খতিয়ে দেখব । যা যা করনীয় তা করা হবে। প্রশাসনিক দিক দিয়ে সবরকম পদক্ষেপ করা হয়েছে । আমি ঘটনাস্থলে গিয়ে সব খতিয়ে দেখব ।" অন্যদিকে রাজ্যে শিশু ও নারী সুরক্ষা নিয়েও এদিন মন্তব্য করেছেন তিনি ৷ বলেছেন, "কন্যার জীবন ছাড়া কন্যাশ্রী সম্ভব নয়, শিশুদের সুরক্ষার জন্য আমার যা যা করনীয় আমি সব করব ।" রবিবার শিলিগুড়ির মাটিগাড়ার নাবালিকার খুনের ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

রবিবার সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল । সেখান থেকে মাটিগাড়ায় মৃত নাবালিকার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি । এরপর শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যান । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল । তিনি বলেন, "নাবালিকার খুনের ঘটনা সত্যিই খুব উদ্বেগের । আমি রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় গর্বের সঙ্গে প্রতিজ্ঞা নিয়ে বলেছিলাম আমার রাজ্য, আমার মুখ্যমন্ত্রী রাজ্যের নারী ও শিশুদের সুরক্ষার জন্য সমস্তরকম পদক্ষপ করবে । কিন্তু এখন কী হচ্ছে? এখন ভগবান পর্যন্ত নিজের মাথা লজ্জায় লুকোচ্ছে ।" এরপর তিনি বলেন," উত্তর পূর্ব ভারতের এই চিকেন নেককে সুরক্ষিত করতে হবে । অপরাধ ও মাদক পাচার বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে । এটা মেনে নিতে হবে যে রাজ্যে আতঙ্কের পরিবেশ রয়েছে । বাংলায় শিশুদের সুরক্ষায় আমার যা যা করনীয় আমি সব করব ।"

আরও পড়ুন:দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এদিক ওদিক ছিটকে দেহাংশ! মৃতের সংখ্যা ঘিরে সংশয়

Last Updated : Aug 27, 2023, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details