পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gorkha : গোর্খা সমস্যা সমাধানে বৈঠক ডাকতেই কেন্দ্রকে ধন্যবাদ জিএনএলএফের, পাহাড়ে পড়ল পোস্টার - MHA

পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধানের পরিবর্তে গোর্খাদের সমস্যা সমাধানে সাংসদ রাজু বিস্তাকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । এই নিয়ে দার্জিলিং পাহাড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৷

gnlf started pestering campaign to thanks mha for called a meeting on gorkha problem
Gorkha : গোর্খা সমস্যা সমাধানে বৈঠক ডাকতেই কেন্দ্রকে ধন্যবাদ জিএনএলএফের, পাহাড়ে পড়ল পোস্টার

By

Published : Oct 6, 2021, 9:23 PM IST

দার্জিলিং, 6 অক্টোবর : পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধানের পরিবর্তে গোর্খাদের সমস্যা সমাধানে সাংসদ রাজু বিস্তাকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । আর তারপরেই বুধবার কেন্দ্রীয় সরকার, সাংসদ রাজু বিস্তা ও জিএনএলএফ সভাপতি মন ঘিসিংকে ধন্যবাদ জানিয়ে পোস্টারে ছেয়ে গেল গোটা পাহাড় ।

এদিন সকালে দার্জিলিং, মিরিক, পানিঘাটা, কার্শিয়াং-সহ পাহাড়ের বিভিন্ন মহকুমায় জিএনএলএফের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে ওই পোস্টার দিয়েছে দলীয় কর্মী ও অনুগামীরা । অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের ওই চিঠি দেওয়াকে লোক দেখানো গিমিক বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

Gorkha : গোর্খা সমস্যা সমাধানে বৈঠক ডাকতেই কেন্দ্রকে ধন্যবাদ জিএনএলএফের, পাহাড়ে পড়ল পোস্টার

আরও পড়ুন :Home Ministry : গোর্খাদের সমস্যার সমাধানে রাজু বিস্তাকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

প্রসঙ্গত, পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আমরণ অনশনে বসেছিল এবিজিএল বা অখিল ভারতীয় গোর্খা লিগ। কেন্দ্র ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দিলে সেই অনশন আন্দোলন প্রত্যাহার হয় । সেই মতোই সপ্তমীতেই দিল্লিতে বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই নিয়েই দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ।

চিঠিতে লেখা রয়েছে, গোর্খাদের সমস্যা নিয়ে আগামী 12 অক্টোবর বিকেল চারটেয় সাংসদ ভবনের 119 নম্বর কক্ষে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে । আর বৈঠকে উপস্থিতি থাকার আবেদন করা হয়েছে রাজু বিস্তাকে । তবে সেই চিঠিতে কোথাও লেখা নেই যে এটা ত্রিপাক্ষিক বৈঠক । পাশাপাশি উল্লেখ নেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের ।

আরও পড়ুন :Lakhimpur Kheri: লখিমপুরের ঘটনায় রাজনীতির অভিযোগ কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রীর

তবে বিজেপির রাজু বিস্তার পাশাপাশি জিএনএলএফকেও ওই চিঠি দিয়েছে কেন্দ্র । জিএনএলএফের দার্জিলিং শাখার মুখপাত্র সন্দীপ লিম্বু বলেন, "গোর্খাদের সমস্যা সমাধানে কেন্দ্র সরকার ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে ৷ পাহাড়ের সমস্যা সমাধানে কেন্দ্র সরকার পদক্ষেপ করায় স্বরাষ্ট্রমন্ত্রক, সাংসদ রাজু বিস্তা ও মন ঘিসিংকে ধন্যবাদ জানিয়ে আমরা পোস্টারিং করেছি । এবার দেখার বিষয় হল রাজ্য সরকার কী ভূমিকা পালন করে ।"

পাহাড়ের আর কোনও রাজনৈতিক দল এই বৈঠকে আমন্ত্রণের চিঠি পায়নি বলে খবর । তাছাড়া লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার ৷ সেখানে স্থায়ী রাজনৈতিক সমাধানের পরিবর্তে গোর্খাদের সমস্যা নিয়ে ওই বৈঠক ডাকা হল কেন, সেই নিয়েই হইচই পড়ে যায় পাহাড়ের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও ।

আরও পড়ুন :Kiren Rijiju : বাংলায় 'পরিকল্পিতভাবে সন্ত্রাসের' সঙ্গে লখিমপুরের 'ঘটনার' তুলনায় নারাজ রিজিজু

তাই এই বৈঠককে লোকদেখানো বলে সুর চরিয়েছে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলি । রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দার্জিলিং হিল তৃণমূলের সভানেত্রী শান্তা ছেত্রী বলেন, "চিঠি খালি সাংসদ রাজু বিস্তাকে দেওয়া হয়েছে । আর কাকে ওই বৈঠকে ডাকা হয়েছে, তার উল্লেখ নেই । এটা আসলে সম্পূর্ণ বিজেপির গিমিক ।"

ABOUT THE AUTHOR

...view details