শিলিগুড়ি, ১৯ মার্চ : পাহাড়ে লোকসভা আসনে জয় পেতে জোট বাঁধছে GNLF এবং বিমল গুরুঙের মোর্চা। দুই দল সূত্রে এই খবর পাওয়া গেছে। দাবি আদায়ে দুই দলের জোট বাঁধার খবরে প্রবল হইচই পড়েছে পাহাড়ে।
BJP-কে সমর্থন করছে বিমল গুরুঙের মোর্চা। পাশাপাশি পাহাড়ের দ্বিতীয় বড় দল GNLF-কেও নিজেদের দলে টানছে বিমল গুরুং। GNLF-এর নেতাদের ফেসবুক পেজে বিস্তারিত না জানানো হলেও জোটের সম্ভাবনার কথা ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, মোর্চার তরফে রোশন গিরি বিবৃতি দিয়ে জানিয়েছেন, পাহাড়ের দাবি আদায়ে লোকসভা নির্বাচনে জোট বাঁধছে দু'দল। আজই দু'তরফে সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করা হবে। বৈঠকে GNLF নেতাদের পাশাপাশি থাকবেন বিমল গুরুঙের নেতারাও। তবে পুলিশি ধরপাকড় এড়াতে সাংবাদিক বৈঠক কোথায় কখন হবে তা অবশ্য জানানো হয়নি।
দিন কয়েক আগেই নির্বাচনের সময়ে গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রোশন গিরি। এই নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সেখান থেকে নিজের অনুকুলে রায় এলে GNLF ও মোর্চা এবং জোটসঙ্গী BJP-র হয়ে প্রচারেও অংশ নিতে পারেন রোশন গিরি ও গুরুঙের অনুগামীরা। ফলে এই জোটের খবর প্রকাশ্যে আসতেই নানা সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এইসব অবশ্য প্রকাশ্যে গায়ে মাখছেন না শাসক তৃণমূল শিবির। দলের প্রার্থী অমর সিং রাইকে সামনে রেখে আজ দার্জিলিঙে সভার ডাক দিয়েছে বিনয় তামাঙের মোর্চা ও তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত থাকতে পাহাড়ে গিয়েছেন অরূপ বিশ্বাস ও গৌতম দেব।