শিলিগুড়ি, 14মার্চ : দলের তরফে চূড়ান্ত অনুমতি পেলে আগামী পৌর নির্বাচনে মেয়র অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । আজ শিলিগুড়িতে তিনি জানান দলের সিদ্ধান্ত এখনও জানা যায়নি । দলের অনুমতি পেলে মেয়রের বিরুদ্ধে সরাসরি লড়াই করার সম্ভাবনা আছে।
দলের অনুমতি পেলে পৌরভোটে অশোকের বিরুদ্ধে লড়বেন গৌতম দেব - ashok bhattacharya
এবার আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে চাইছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । আজ শিলিগুড়িতে তিনি জানান দল অনুমতি দিলে পৌর নির্বাচনে শিলিগুড়িতে ভোটে লড়বেন তিনি ।
গত পৌর নির্বাচনে শিলিগুড়িতে প্রার্থী হতে চেয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । যদিও শেষ মুহূর্তে দল অনুমতি দেয়নি । এবার আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে চাইছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । শিলিগুড়িতে তিনি জানান, দল অনুমতি দিলে পৌর নির্বাচনে শিলিগুড়িতে ভোটে লড়বেন । পছন্দের তালিকায় রয়েছে শিলিগুড়ির 6 নম্বর ওয়ার্ডসহ আরও কিছু ওয়ার্ড । প্রসঙ্গত উল্লেখ্য ওই 6 নম্বর ওয়ার্ড থেকেই গতবার জিতেছিলেন CPI(M)-এর প্রার্থী অশোক ভট্টাচার্য । এবারের ভোটেও ওই 6 নম্বর ওয়ার্ড থেকেই ফের লড়তে পারেন মেয়র অশোক ভট্টাচার্য । ফলে ওই ওয়ার্ড থেকেই পর্যটন মন্ত্রী গৌতম দেব নির্বাচনে প্রার্থী হলে দু'তরফে জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ।
তৃণমূল সূত্রে খবর , দলের একটা অংশ চাইছেন কাউন্সিলর হিসেবে নির্বাচনে লড়াই করুন পর্যটন মন্ত্রী গৌতম দেব । সেক্ষেত্রে সম্ভাব্য মেয়র হিসেবে তার মুখই তুলে ধরা হবে । যদিও দলের একটা অংশের দাবি, শিলিগুড়িতে দলের ফলাফল কখনও আশানুরূপ হয়নি । ফলে বিধানসভা নির্বাচনের আগে পৌরভোটে সরাসরি অশোক ভট্টাচার্যের সঙ্গে সংঘাতে গিয়ে তাতে আশানুরূপ ফল না হলে উলটো প্রচার হতে পারে । ফলে সবদিক বিবেচনা করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নেতৃত্ব ।