পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গ মেডিকেলে SNCU-তে আগুন, সরানো হল শিশুদের - উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

ভোররাতে হাসপাতালের সিক নিওনেটাল কেয়ার ইউনিটে আগুন লাগে ৷ ঘণ্টা খানেকের চেষ্টায় দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷

uttarbanga medical
উত্তরবঙ্গ মেডিকেল

By

Published : Aug 18, 2020, 3:24 PM IST

শিলিগুড়ি, 18 অগাস্ট : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সিক নিওনেটাল কেয়ার ইউনিটে আগুন । আজ ভোররাতে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওই ওয়ার্ডে আগুন দেখতে পান । এরপর তড়িঘড়ি সরানো হয় সেখানে ভরতি থাকা শিশুদের ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত সবাই নিরাপদে রয়েছে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোররাতে একটি ফ্যানের মোটরে আগুন লেগে যায় । ধোঁয়া বেরোতে শুরু করে ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । সিক নিওনেটাল কেয়ার ইউনিটে ভরতি ছিল 56 জন শিশু ৷ দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে নেন হাসপাতালের কর্মীরা ৷ খবর দেওয়া হয় দমকলে । দমকলের 2 টি ইঞ্জিনের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

হাসপাতাল সুপার কৌশিক সমাজদার জানান, আগুন লাগার পর আগে শিশুদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় । বৈদ্যুতিন সামগ্রী থেকে আগুন ছড়ায় । তবে শিশুরা নিরাপদে রয়েছে । আগুনে ওয়ার্ডের বেশ কয়েকটি যন্ত্রপাতি পুড়ে গিয়েছে । কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details