পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষক বন্ধু প্রকল্পের জন্য ভিড় কৃষি দপ্তরে, তালা দিয়ে ভিতরে কর্মীরা

কৃষকদের সুবিধার্থে হওয়া কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করতে এসে বিপাকে পড়ল কৃষকরা। কৃষকদের প্রকল্পের কাজ করবেন না বলে তালা মেরে অফিস করেন কৃষি দপ্তরের কর্মীরা। কৃষকরা সকালে দপ্তরে এসে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দপ্তরের সামনে বিক্ষোভ চালায়।

বিক্ষোভ

By

Published : Feb 26, 2019, 10:21 AM IST

জলপাইগুড়ি, ২৫ ফেব্রুযারি : কৃষকদের সুবিধার্থে হওয়া কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করতে এসে বিপাকে পড়ল কৃষকরা। কৃষকদের প্রকল্পের কাজ করবেন না বলে তালা মেরে অফিস করেন কৃষি দপ্তরের কর্মীরা। কৃষকরা সকালে দপ্তরে এসে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দপ্তরের সামনে বিক্ষোভ চালায়।

ইউনুস হক নামে এক কৃষক বলেন, জলপাইগুড়ি সদর ব্লকের ১২ টি গ্রামপঞ্চায়েতে থেকেই সকাল থেকেই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষি দপ্তরে আসেন। কিন্তু কৃষকদের উপস্থিতি বেশি দেখেই নাকি তালা দিয়ে দেওয়া হয়েছিল। পরে সাংবাদিক আসার পরেই আমাদের কাগজ জমা নেওয়া শুরু হয়েছে।

বিক্ষোভ

আজিমুল হক খারিজা নামের বেরুবাড়ির এক কৃষক অভিযোগ করেন, "আমরা কৃষকরা দূর দূরান্ত থেকে কৃষকবন্ধু সরকারি প্রকল্পের সুবিধা পাবার জন্য এসেছি। কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। এই সুবিধা পাবার একটা নির্দিষ্ট তারিখ আছে। এরপর আর পাব না। তাই আমরা চাই আমাদের কাজগুলো অফিস করে দিক। কিন্তু তা করা হচ্ছে না।"

অন্যদিকে দপ্তরের আধিকারিকরা বলেন, কয়েকদিন অফিস বন্ধ ছিল। আজ অফিস খুলেছে। তাই সকাল থেকেই কৃষকদের ভিড় বেড়ে যায়। পুলিশকে ডাকা হলে পুলিশ বলে তালা মারতে। আগামীকাল দপ্তরের অডিট। তাই অডিটের কাজ চলছে। নোটিশ দেওয়া হয়েছে পরে ফর্ম ফিল আপ করে কৃষক বন্ধু প্রকল্পের কাজ শুরু করা হবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details