শিলিগুড়ি, 30 মার্চ:রামনবমীকে ঘিরে উচ্ছ্বাস ধরা পড়ল শহর শিলিগুড়িতে। রামনবমীর মিছিলে মেতে উঠতে দেখা গেল আট থেকে আশি সকলকেই। এদিন সকাল থেকেই শহরের রাজপথে মানুষের ভীড় চোখে পড়েছে। নাচে-গানে ধুমধাম করেই রামনবমী পালন করল উত্তর বঙ্গের এই শহর।
রামনবমীকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল এদিন চোখে পড়ার মতো ৷ গতকালই মুখ্য়মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, রামনবমী উপলক্ষ্য়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে ৷ সেই মত এদিন পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে। মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।
অন্যদিকে, শহরের রাজপথ ঢাকে গেরুয়া ধ্বজায়। হিলকার্ট রোড, কাছারি রোড, বিধানরোড, এসএফ রোড সহ শহরের মূল রাস্তায় কার্যত জন সাধারণের স্রোত ছিল। বের হয় বিশেষ ট্যাবলো এবং বাইক র্যালিও। জায়গায় জায়গায় রামনবমী কমিটির তরফে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছিল। শহর তো বটেই মহকুমা থেকেও রামনবমীতে যোগ দিতে আসে বহু সাধারণ মানুষ। কয়েক লক্ষ মানুষের যোগে শিলিগুড়িতে রামনবমী এক আলাদা মাত্রায় পৌঁছয় এদিন।