পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুনসান সেবক কালীবাড়ি থেকে বাঘপুল, বাঁদর বাহিনীর দখলে এলাকা

এক থেকে দেড় মাস আগেও ভক্তদের ভিড়ে গম গম করত সেবকের এই প্রাচীন কালীমন্দির । কিন্তু বর্তমানে ভক্ত-পর্যটকদের বদলে সেই এলাকা দখল নিয়েছে বাঁদর বাহিনী ।

সেবক
সেবক

By

Published : May 5, 2020, 3:37 PM IST

সেবক, 5 মে : কোরোনা আতঙ্কের জেরে সুনসান সেবক কালীবাড়ি থেকে বাঘপুল ৷ বর্তমানে ভক্ত-পর্যটকদের বদলে ওই এলাকা দখল নিয়েছে বাঁদর বাহিনী ।

সেবক কালীবাড়ি । এক থেকে দেড় মাস আগেও ভক্তদের ভিড়ে গম গম করত এই প্রাচীন কালীমন্দির । ভক্তদের কাছে জাগ্রত এই মন্দির ৷ উত্তরবঙ্গ তো বটেই ভিন রাজ্য থেকেও ভক্তরা আসেন এই মন্দিরে । কিন্তু লকডাউনের জেরে এখন কার্যত সুনসান মন্দির চত্বর । পাহাড়ি পথের পেড়িয়ে যেতে হয় ওই মন্দিরে ৷ কিন্তু এখন মন্দিরের গেটে ঝুলছে তালা । এখানেই ঘাঁটি বাঁদরের দলের।

সেবক কালীমন্দির ৷ এই মন্দিরের পাশ দিয়ে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়ক । তার থেকে আর কিছুটা এগোলেই 10 নম্বর জাতীয় সড়ক । যেটি সিকিম পর্যন্ত চলে গেছে । ডুয়ার্স এবং পাহাড়ি এলাকার এই সংযোগস্থলে এই কালীমন্দির ছাড়াও রয়েছে সেবক বাঘপুল । এক সময় পর্যটকদের ভিড়ে ঠাসা থাকত এই করোনেশন ব্রিজ ৷ এখন চারদিক সুনসান । তিস্তার উপর এই ঐতিহাসিক সেতু দিয়ে মাঝে মধ্যে দু'একটি মালবাহী গাড়ি অথবা পুলিশ, সেনাবহিনী ও সরকারি গাড়ি ছাড়া অন্য গাড়ির দেখা মেলা ভার ।

ABOUT THE AUTHOR

...view details