পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবৈধভাবে কিশোরীর গর্ভপাতের অভিযোগ, শিলিগুড়িতে গ্রেপ্তার চিকিৎসক

অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগে ওঠে কিশোরীর পরিবারের সদস্য এবং এক চিকিৎসকের বিরুদ্ধে ৷

siliguri
অবৈধভাবে নাবালিকার গর্ভপাত, শিলিগুড়িতে গ্রেপ্তার চিকিৎসক

By

Published : Jun 24, 2020, 1:26 PM IST

শিলিগুড়ি, 24 জুন : 14 বছর বয়সি এক কিশোরী ধর্ষণের কারণে গর্ভবতী হয়ে পড়ে ৷ তাকে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগে ওঠে কিশোরীর পরিবারের দুই সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে 7 জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ । ধৃতরা বর্তমানে জেল হেপাজতে রয়েছে । অন্যদিকে, গর্ভপাত করানোর অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করল পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই চিকিৎসকের নাম শ্রেয়া রায় । গতকাল ওই চিকিৎসককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে । তদন্তের স্বার্থে পুলিশের তরফে রিমান্ডের আবেদন করা হলে বিচারক তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন । অভিযোগ দায়েরের পর থেকেই জোর তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ । ঘটনায় আর কে কে জড়িত আছে সে সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে ৷

বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DSP জোন-2 কুনওয়ার ভূষণ সিং বলেন, "পাঁচজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল । এবার এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে নাবালিকার গর্ভপাত করানোর অভিযোগে । ঘটনার তদন্ত চলছে । "

ABOUT THE AUTHOR

...view details