দার্জিলিং, 12 এপ্রিল : দেওঘরের ত্রিকূটে রোপওয়ে দুর্ঘটনার পরেই নড়েচড়ে বসল দার্জিলিং জেলা প্রশাসন ৷ দার্জিলিংয়ের রোপওয়েতে যাতে ত্রিকূটের মতো ঘটনা না ঘটে, তাই আগাম সতর্কতা নিল পুলিশ ও প্রশাসন ৷ রোপওয়েগুলি যাতে কোনওরকম দুর্ঘটনার শিকার না হয়, তার জন্য তড়িঘড়ি মনিটরিং শুরু করেছেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা (District Administration Examined The situation of Darjeeling Ropeway) ৷
সোমবার ত্রিকূটের ঘটনার পরেই দার্জিলিং রোপওয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যান পুলিশ আধিকারিকরা (Darjeeling Ropeway Inspection) ৷ পরিচালন সংস্থার সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্ত নথি যাচাই করেন তাঁরা ৷ পর্যটকদের সঙ্গেও কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা ৷ রোপওয়ে পরিচালন সংস্থার দেওয়া সমস্ত নথি পাঠানো হয়েছে নবান্নে ৷
দার্জিলিংয়ের সিংমারি ও টাকভারের মধ্যে আড়াই কিলোমিটার পথে চলে রোপওয়ে ৷ প্রায় সাড়ে আটশো মিটার উচ্চতায় রয়েছে ওই রোপওয়ে ৷ বর্তমানে 11টি কার চলে দার্জিলিং রোপওয়েতে ৷ 2003 সালে দার্জিলিং রোপওয়েতে একটি দুর্ঘটনা ঘটেছিল ৷ সেই সময় চার পর্যটকের মৃত্যু হয়েছিল ৷ তারপর টানা 8 বছর বন্ধ ছিল ওই পরিষেবা ৷ ফের তা চালু হয় 2012 সালে ৷ যদিও, তারপর থেকে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি দার্জিলিং রোপওয়েতে ৷ কিন্তু, ত্রিকূটের দুর্ঘটনার পর অতিরিক্ত সতর্কতা অবলম্বন করল জেলা প্রশাসন ৷