পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজু বিস্তার পদত্যাগ চেয়ে পাহাড়ে পোস্টার - অখিল ভারতীয় গোর্খা লিগ

সম্প্রতি বাংলা ভেঙে উত্তর ও দক্ষিণে দু'টি পৃথক রাজ্য তৈরির দাবি তুলেছেন বিজেপির সাংসদ জন বার্লা ৷ এর পরই উত্তরবঙ্গে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি নিয়ে ফের জেগে উঠল অখিল ভারতীয় গোর্খা লিগ (ABGL) ৷ বিজেপি সাংসদ রাজু বিস্তা এই বিষয়ে কিছু করতে পারেননি, তাই তাঁর পদত্যাগ চেয়ে পাহাড়জুড়ে পোস্টার লাগাল এই দল ৷

সাংসদ রাজু বিস্তের পদত্যাগ চেয়ে পাহাড়ে পোস্টার অখিল ভারতীয় গোর্খা লিগের
সাংসদ রাজু বিস্তের পদত্যাগ চেয়ে পাহাড়ে পোস্টার অখিল ভারতীয় গোর্খা লিগের

By

Published : Jul 2, 2021, 11:04 AM IST

শিলিগুড়ি, 2 জুলাই : এমনিতেই রাজভবন বনাম রাজ্য প্রশাসনের সম্পর্কে ভুয়ো ভ্যাকসিন কেলেঙ্কারি জড়িয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এর মধ্যে আবার পৃথক রাজ্যের দাবিতে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি ৷ দীর্ঘদিনের গোর্খাল্যান্ডের দাবি তুলে বিজেপি সাংসদ রাজু বিস্তার পদত্যাগ চেয়ে পাহাড়ে পোস্টার লাগাল অখিল ভারতীয় গোর্খা লিগ (ABGL) ৷ তাদের অভিযোগ, সাংসদ লোকসভায় পৃথক রাজ্য বা গোর্খাল্যান্ডের দাবি তুলতে পারেননি, তাই এবার তাঁর পদত্যাগ করা উচিত । বৃহস্পতিবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠকে একথা জানালেন অখিল ভারতীয় গোর্খা লিগের সম্পাদক এস পি শর্মা ৷

সাংসদ রাজু বিস্তের পদত্যাগ চেয়ে পাহাড়ে পোস্টার অখিল ভারতীয় গোর্খা লিগের

সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে সেখানে বিজেপি শাসন কায়েম করার দাবি জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা ৷ এবার এর সঙ্গে জুড়ল গোর্খাল্যান্ডের দাবি ৷ ক'দিন আগে রাজ্যপাল জগদীপ ধনকড়ের উত্তরবঙ্গ সফরেও একই দাবি জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলি ।

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল

এদিন দার্জিলিংয়ে রাজু বিস্তার গদি ছাড়ার দাবিতে পোস্টার লাগানোর দায় স্বীকার করেন এবিজিএল-এর সম্পাদক এস পি শর্মা ৷ তিনি বলেন, "এখানকার মানুষ গোর্খাল্যান্ডের দাবিতে ভোট দিয়ে এসেছে ৷" তিনি আরও জানান, 2009-এ বিজেপি সরকার এখান থেকে যশোবন্ত সিংকে প্রার্থী করে, তাঁকেও মানুষ জিতিয়েছে ৷ এর পর সুরিন্দর সিং আলুওয়ালিয়া দার্জিলিংবাসীর ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন । কিন্তু মানুষ ওই একটাই শর্তে ভোট দিয়েছিল, গোর্খাল্যান্ড ৷ এবার রাজু বিস্তার পালা ৷ কিন্তু প্রত্য়েক পাঁচ বছর অন্তর যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিধিরা আসেন, তাঁরা ভোটে জিতে সব ভুলে যান, মিথ্যে কথা বলেন ৷ তাঁর কথায়, "তাঁরা প্রতিবার এখানকার মানুষকে টুপি পরান ৷" বর্তমান সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে শর্মার অভিযোগ, "তাঁর অর্ধেক সময় কেটে গেলেও কোনও কাজ করেননি ৷ সংসদে জিরো আওয়ারে দাবি জানাচ্ছেন, এটা তো যে কোনও নির্দল সাংসদও করতে পারেন ৷" নির্দল সাংসদ হিসেবে কাজ করতে হলে, এখান থেকে আরও বহু ভাল নেতাকে পাঠানো সম্ভব বলে জানান তিনি ৷

জন বার্লার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবির প্রসঙ্গ তোলেন বৈঠকে ৷ এই বিষয়ে দিলীপ ঘোষের মতবিরোধের কথাও জানিয়ে বলেন, যে বিজেপির রাজ্য সভাপতির মতে বিজেপি বঙ্গ ভঙ্গের বিরুদ্ধে ৷ একটাই দল, অথচ একেক জন সাংসদ একেক কথা বলে যাচ্ছে ৷ এই প্রসঙ্গে তিনি স্থানীয় ন্যাশনাল গোর্খাল্য়ান্ড কমিটি (NGC) দলের কথা তোলেন ৷ তাদেরও বিজেপি সাংসদের উপর থেকে ভরসা উঠে গিয়েছে, তারা আলাদা করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে চাইছে ৷ তাঁর মতে "অথোরিটি নির্বাচিত করে কথা বলা একটা ব্যাপার, আর কমিটি বানিয়ে যাওয়া অন্য বিষয় ৷ আমাদের সাংসদ থাকলে কমিটি তৈরি করব কেন ? সাংসদই প্রশ্ন করবে ৷"

গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেসের নাম না করে তিনি জানান বেশ কিছু আঞ্চলিক দল ঘুম থেকে জেগে সিকিম-দার্জিলিং এক করার কথা বলছে, কিন্তু সিকিম এর বিরোধী ৷ এই সব মিলিয়ে একটা ভুলভাল চিন্তাভাবনা চলছে বলে অভিযোগ তাঁর আর এ সব কিছুর জন্য দায়ী রাজু বিস্তা ৷ তিনি বলেন, "রাজু বিস্তার বেশ কিছু স্থানীয় এজেন্ট রয়েছে ৷ তারা তাঁকে সব সময় বাঁচানোর চেষ্টা করে ৷" আর এই সবের প্রতিবাদে পোস্টার লাগিয়েছে তাঁর দল ৷ এবার তারা রাজু বিস্তার বদলে অন্য কাউকে চান ৷ গোর্খাল্যান্ডের দাবিতে বৃহৎ আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবিজিএল নেতা এস পি শর্মা ৷

ABOUT THE AUTHOR

...view details