শিলিগুড়ি, ২৩ জুন : ফের ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে মৃত্যু হল এক বৃদ্ধের । একে করোনায় রক্ষে নেই তার ওপর ব্ল্যাক ফাংগাস । দিন দিন বেড়েই চলেছে ব্ল্যাক ফাংগাসের প্রকোপ । মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । এদিন রাতে বাবুলাল কালোয়ার নামে এক বৃদ্ধের ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । তিনি কোচবিহারের পুন্ডিবাড়ির বাসিন্দা । বয়স ৮০ বছর । ৫ জুন তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন ৷ সম্প্রতি করোনা থেকে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি ।
আরও পড়ুন..উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি একাধিক বিজেপি বিধায়কের