শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর : শিক্ষাঙ্গনকে করোনা মুক্ত করতে এবং পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড । রাজ্যের মধ্যে প্রথম এবার কলেজে পড়ুয়াদের জন্য টিকাকরণ শিবিরের আয়োজন পুর প্রশাসকের । বুধবার শিলিগুড়ির সাতটি কলেজে শুরু হয় করোনার টিকাকরণ শিবির । দিনে প্রতিটি কলেজে এক হাজার করে টিকা দেওয়ার লক্ষ্য পৌরনিগমের । বুধবার কলেজগুলিতে টিকাকরণ শিবিরের সূচনা করেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব । পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য রঞ্জন সরকার । আর পুর প্রশাসকের ওই উদ্যোগে খুশি শিক্ষার্থীরা ।
সম্প্রতি, পৌরনিগম কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করে । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কলেজের পড়ুয়াদের টিকাকরণ করা হবে । জানা গিয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই টিকাকরণ শেষ করতে তৎপর পুর কর্তৃপক্ষ । সেই লক্ষ্যে দ্রুত পৌঁছোতে 18 বছরের বেশি কলেজ পড়ুয়াদের একটা বড় অংশকে টার্গেট করে টিকাকরণ কর্মসূচি নিয়েছে কর্তৃপক্ষ । এতে একদিকে যেমন করোনার টিকাকরণ দ্রুত শেষ হবে অন্যদিকে, পরবর্তীতে কলেজ খুললে পড়ুয়াদের করোনার থেকে সুরক্ষা নিশ্চিত হবে । পড়ুয়া ছাড়াও কলেজ কর্মীরাও কলেজের টিকাকরণ শিবির থেকে প্রথম ডোজের টিকা নিতে পারবে । কিন্তু তার আগে কলেজ কর্তৃপক্ষকে নামের তালিকা পৌরনিগমে পাঠাতে হবে । শিলিগুড়ি পৌরনিগমের অধীন শিলিগুড়ি কলেজ, মুন্সী প্রেমচাঁদ কলেজ, সুর্যসেন কলেজ, তিনটি পলেটেকনিক কলেজে ও একটি আইটিআই কলেজে ওই টিকাকরণ শিবির এদিন শুরু হয় ।