গ্যাংটক, 7 এপ্রিল: তুষারধসের পর এবার করোনার বাড়-বাড়ন্ত ৷ পর্যটকদের পাশাপাশি সিকিমবাসীর জন্য ফের করোনার বিধিনিষেধ লাগু করল সিকিম সরকার ৷ একদিনে করোনায় আক্রান্ত 23 জন ৷ চলতি বছরে এই প্রথম একদিনে এতজন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে সিকিম স্বাস্থ্য দফতর সূত্রে ৷ সেই কারণে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের পাশাপাশি পর্যটনমহলও । বৃহস্পতিবার থেকে পর্যটক ও সাধারণ মানুষের জন্য করোনা বিধিনিষেধ কড়াভাবে লাগু করেছে সিকিম সরকার ।
সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় সিকিমে করোনায় সংক্রমিত হয়েছে 23 জন । যা এই বছরে সর্বোচ্চ সংক্রমিতের হার। গত 4 দিনে সিকিমের রাজধানী গ্যাংটকেই 11 জন করোনায় সংক্রমিত হয়েছে । বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মোট 42 জন ৷ এছাড়া দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । আক্রান্তদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পর্যটকও রয়েছেন । তাদেরকে আইসোলেশনে যেতে বলা হয়েছে ।
সিকিমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব শিওয়াং গ্যাচচো বমোই নির্দেশিকা জারি করেছেন । নির্দেশিকাতেই উল্লেখ করা হয়েছে, এখন থেকে সিকিমে মাস্ক বাধ্যতামূলক । এছাড়া ভীড় এলাকা এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে । মেনে চলতে বলা হয়েছে অন্তত ছয় ফুটের ন্যূনতম দুরত্ব । সর্দি, কার্শি, জ্বর হলে আইসোলেশনে যেতে বলা হয়েছে । এই মুহূর্তে সিকিমে অন্তত 6 থেকে 8 হাজার পর্যটক রয়েছেন । পর্যটকের কোনও অংশ সংক্রমণ নিয়ে ফিরলে পরিস্থিতি বেগতিক হতে পারে বলে আশঙ্কা পর্যটনমহলের ।