পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে আক্রান্ত মন্ত্রীর নিরাপত্তারক্ষী, জেলায় সংক্রমিত ছাড়াল হাজার

দার্জিলিঙে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ । এবার আক্রান্ত মন্ত্রী গৌতম দেবের এক দেহরক্ষী এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার এক পুলিশকর্তা ।

darjeeling
দার্জিলিং

By

Published : Jul 15, 2020, 7:41 AM IST

শিলিগুড়ি, 15 জুলাই : দার্জিলিং জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল এক হাজার 14 জন। সংক্রমণের নিরিখে মালদার পরেই উত্তরবঙ্গে দ্বিতীয় স্থানে দার্জিলিং জেলা ।

আক্রান্ত হয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেবের এক দেহরক্ষী এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার এক পুলিশকর্তা । ওই দেহরক্ষী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । তাঁকে কাওয়াখালি কোভিড হাসপাতালে পাঠানো হয় । তিনি চোপড়ার বাসিন্দা । পুলিশকর্তার বাড়ি শিলিগুড়ি পৌরনিগমের 42 নম্বর ওয়ার্ডে ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দার্জিলিঙের তাকভার, বিজনবাড়ি এবং জলপাইগুড়ি জেলার অধীন ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের ঘোঘোমালির একজন করে সংক্রমিত হয়েছেন । পৌরনিগমের 29 নম্বর ওয়ার্ডে চারজন, আট নম্বর ওয়ার্ড এবং সুকান্তনগরের তিন জন, এক, 34, 39, 40, 46 এবং সেভক রোডের দু'জন করে বাসিন্দা সংক্রমিত হয়েছেন। এছাড়া 2, 3, 7, 9,27, 28, 37, 42 নম্বর ওয়ার্ডের একজন করে নতুন করে সংক্রমিত হয়েছেন ।

তবে মাটিগাড়া এবং কাওয়াখালি কোভিড হাসপাতাল থেকে 40 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । স্বাস্থ্য দপ্তর সূ্ত্রে খবর, শিলিগুড়িতে ফের মৃত্যু হয়েছে চম্পাসারির দেবিডাঙার বাসিন্দা এক বৃদ্ধের । এর জেরে শিলিগুড়িতে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮ জন । ওই বৃদ্ধ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন । মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় ।

ABOUT THE AUTHOR

...view details