দার্জিলিং, 13 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার কমিউনিটি কিচেন দার্জিলিঙে । এই কিচেন থেকে কোয়ারানটাইন সেন্টারে খাবার পৌঁছে দেওয়া হবে । কালিম্পঙের অনুকরণে এই কিচেন কার্শিয়াঙেও চালু করা হয়েছে । জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত অর্থাৎ স্বাস্থ্যকর্মী, পৌরকর্মী, পুলিশকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবার দেবে গোর্খা জনমুক্তি মোর্চা ।
এবার কমিউনিটি কিচেন দার্জিলিঙে, খাবার পৌঁছে দেওয়া হবে কোয়ারানটাইন সেন্টারে - COVID 19
COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ে এবার কমিউনিটি কিচেন তৈরি হল দার্জিলিঙে । জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত অর্থাৎ সেইসব স্বাস্থ্যকর্মী, পৌরকর্মী, পুলিশ কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবার দিচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা ।
মোর্চা সভাপতি বিনয় তামাং বলেন, " কালিম্পঙে কয়েকদিন আগে থেকেই কমিউনিটি কিচেন চলছে । শনিবার থেকে কার্শিয়াঙে এবং রবিবার দার্জিলিঙের কাকঝোরায় এই কিচেন শুরু হয়েছে । পাহাড়ের কোয়ারানটাইন সেন্টারগুলিতে কমিউনিটি কিচেন থেকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে । কোয়ারানটাইনে যাঁদের রাখা হবে এবং ওইসব সেন্টারে যেসব ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্স ডিউটিতে রয়েছেন, তাঁদের খাবার দেওয়া হবে ।"
দার্জিলিঙের মিরিকে এখনও পর্যন্ত কোনও কোয়ারানটাইন সেন্টার করা হয়নি । সেখানে কোয়ারানটাইন সেন্টার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান বিনয় । এদিকে পাহাড়ে কোয়ারানটাইন সেন্টারে যাঁদের ডিউটি পড়েছে তাঁদের খাবার পেতে সমস্যা হচ্ছে । লকডাউনের জেরে অনেক জায়গার দোকানপাট বন্ধ থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। মোর্চার বিনয়পন্থীদের কাছে এখবর যাওয়ার পর তাঁরা কোয়ারানটাইনে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন ।