শিলিগুড়ি, 29 এপ্রিল : লকডাউন পরিস্থিতি ও কোরোনা মোকাবিলায় রাজ্যে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল । রাজ্য পরিদর্শন করে যা যা রিপোর্ট তারা সংগ্রহ করেছে তা আগামীকাল কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে ।
সফর শেষে পুলিশি নজরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ কেন্দ্রীয় দলের - West Bengal Police
লকডাউন পরিস্থিতিতে পুলিশের ভূমিকায় খুশি নয় কেন্দ্রীয় দল । 10 দিনের সফর শেষে কেন্দ্রীয় দল মনে করছে, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে বহু মানুষ রাস্তায় বের হচ্ছে । তারা লকডাউন মানছে না । তাদের আটকাতে পুলিশের ভূমিকাও সেভাবে চোখে পড়েনি ।
সূত্রের খবর, লকডাউন পরিস্থিতিতে পুলিশের ভূমিকায় খুশি নয় কেন্দ্রীয় দল । 10 দিনের সফর শেষে কেন্দ্রীয় দল মনে করছে, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে বহু মানুষ রাস্তায় বের হচ্ছে । তারা লকডাউন মানছে না । তাদের আটকাতে পুলিশের ভূমিকাও সেভাবে চোখে পড়েনি । তবে, চা বাগান ও পাহাড়ের পরিস্থিতি কিছুটা ভালো । কিন্তু, তাতে উৎসাহিত হওয়ার কিছু নেই বলেই মনে করছে প্রতিনিধি দল । কেন্দ্রীয় দল সূত্রেই খবর, এলাকায় সফরে গিয়ে দেখা গিয়েছে রাস্তায় অনেক মানুষ । মাস্ক ব্যবহার করছে না । কনটেনমেন্ট জ়োনেও সেভাবে কড়াকড়ি চোখে পড়েনি ।
দলের তরফে জানানো হয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিকাঠামো বাড়ানো ও পরীক্ষার হার বৃদ্ধি করা প্রয়োজন । এই বিষয়ে আগামীকাল তাদের রিপোর্ট কেন্দ্রকে জমা দেওয়া হবে । সেখান থেকে কেন্দ্রীয় দলের মতামত রাজ্যের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে ।