দার্জিলিং, 10 জুলাই: দার্জিলিং-এর পাহাড়ের রিম্বিক এলাকার ধোতরিয়ায় রাস্তায় একটি কালো চিতাবাঘের মৃতদেহ উদ্ধার (Black Leopard Body Recover at Darjeeling)। বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দার্জিলিং বন বিভাগের কর্মীরা ৷ কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছেন বনকর্মীরা ৷
অন্যদিকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে কালো চিতাবাঘটিকে চোরা শিকারিরা গুলি করে মেরে ফেলেছে । কিন্তু এ বিষয়ে দার্জিলিং বন বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলে তাঁরা জানান, ময়নাতদন্তের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন যে চিতাবাঘটি অন্য চিতাবাঘের সঙ্গে মারপিটের সময় আহত হয়ে মারা গিয়েছে।