পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Black Leopard: পাহাড়ে কালো চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য - মৃত চিতাবাঘের গায়ে রয়েছে ক্ষত র দাগ

দার্জিলিং-এর পাহাড়ের রিম্বিক এলাকায় উদ্ধার হল এক কালো চিতাবাঘের দেহ (Black Leopard Body Recover at Darjeeling)৷ মৃত চিতাবাঘের গায়ে রয়েছে ক্ষত-র দাগ ৷

Black Leopard
কালো চিতাবাঘ মৃতদেহ উদ্ধার

By

Published : Jul 10, 2022, 11:05 PM IST

দার্জিলিং, 10 জুলাই: দার্জিলিং-এর পাহাড়ের রিম্বিক এলাকার ধোতরিয়ায় রাস্তায় একটি কালো চিতাবাঘের মৃতদেহ উদ্ধার (Black Leopard Body Recover at Darjeeling)। বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দার্জিলিং বন বিভাগের কর্মীরা ৷ কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছেন বনকর্মীরা ৷

অন্যদিকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে কালো চিতাবাঘটিকে চোরা শিকারিরা গুলি করে মেরে ফেলেছে । কিন্তু এ বিষয়ে দার্জিলিং বন বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলে তাঁরা জানান, ময়নাতদন্তের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন যে চিতাবাঘটি অন্য চিতাবাঘের সঙ্গে মারপিটের সময় আহত হয়ে মারা গিয়েছে।

আরও পড়ুন :জাতীয় সড়কে ফের গাড়ির ধাক্কায় মৃ্ত্যু চিতাবাঘের

বন কর্মীরা আরও জানিয়েছেন, তাঁরা প্রায়শই দেখে থাকেন এহেন বাঘের লড়াই ৷ এছাড়াও এক বাঘের সঙ্গে এপর বাঘের লড়াইয়ে প্রাণ গিয়েছে এক বাঘের ৷ এদিনে পাওয়া মৃত কালো চিতাবাঘটি ছিল স্ত্রী চিতাবাঘ। আর পাহাড়েরও কালো চিতাবাঘের দেখা পাওয়া কোনও নতুন ঘটনা নয় ৷ যদিও উদ্ধার হওয়া কালো চিতাবাঘটির গায়ে ক্ষতের চিহ্ন রয়েছে ৷ সেই ক্ষত চিহ্ন শিকারিদের ছোড়া গুলির কি না তা এখনও স্পষ্ট নয় ৷ কেননা বন কর্মীদের অনুমান লড়াইয়ের কারণে মৃত্যু ঘটেছে ওই কালো চিতাবাঘটির ৷

ABOUT THE AUTHOR

...view details