শিলিগুড়ি, 14 এপ্রিল : অনুমতি থাকা সত্ত্বেও BJP-কে সভা করতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে BJP-র নেতারা নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করেন। এখনও চলছে বিক্ষোভ।
গায়ের জোরে সভা তৃণমূলের, প্রতিবাদে থানা ঘেরাও BJP-র - TMC
তৃণমূল নেতারা গায়ের জোরে এলাকায় তৃণমূলের সভা শুরু করে দেয়। পুলিশও এলাকায় পৌঁছাতে গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। এরপর BJP নিউ জলপাইগুড়ি থানাতে বিক্ষোভ শুরু করে।
BJP নেতৃত্ব শিলিগুড়ির সূর্য সেন কলোনিতে সভা করার অনুমতি নিয়েছিল। BJP-র অভিযোগ, সভার জন্য মাইক লাগাতে গেলে তৃণমূলের গুন্ডাবাহিনী বাধা দেয়। তৃণমূল নেতারা গায়ের জোরে এলাকায় নিজেদের সভা শুরু করে দেয়। পুলিশও এলাকায় পৌঁছাতে গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। এরপর BJP নিউ জলপাইগুড়ি থানাতে বিক্ষোভ শুরু করে।
BJP-র মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা বলেন, "নির্বাচন কমিশনের কাছে আমরা সভার অনুমতি নিয়েছিলাম। কিন্তু তৃণমূলের গুন্ডাবাহিনী সভাস্থানে মাইক লাগাতে দেয়নি। হুমকি দিয়ে মাইক খুলে নেওয়া হয়েছে। এবং BJP কর্মীদের ধাক্কাও দেওয়া হয়। আমরা তখনই থানায় এসে ঘটনার কথা জানাই। কিন্তু দেড় ঘণ্টা পরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। বর্তমানে তৃণমূল কংগ্রেস আমাদের অনুমতি নেওয়া জায়গায় সভা চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন তাদের মদত দিচ্ছে। তৃণমূলের সভা শেষ হলে হয়ত পুলিশ ঘটনাস্থানে যাবে। আমাদের দুই-আড়াই ঘণ্টা ধরে থানায় আটক করে রাখা হয়েছে। পুলিশ কোনও সহযোগিতা করছে না।"