পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে মোর্চা-তৃণমূল জোটের প্রার্থী বিনয় তামাং - morcha

জল্পনার অবসান ঘটল। দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে মোর্চা-তৃণমূল জোটের প্রার্থী হলেন বিনয় তামাং।

বিনয় তামাং

By

Published : Apr 23, 2019, 8:54 PM IST

Updated : Apr 23, 2019, 10:43 PM IST

দার্জিলিং, 23 এপ্রিল : জল্পনার অবসান ঘটল। দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে মোর্চা-তৃণমূল জোটের প্রার্থী হলেন বিনয় তামাং। আজ মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। এই বৈঠকে সর্বসম্মতভাবে বিধানসভার উপনির্বাচনে দার্জিলিঙে বিনয় তামাংকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে মোর্চার তরফে জানানো হয়েছে ।

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে বিনয় তামাং প্রার্থী হতে পারেন । এই জল্পনাকে সিলমোহর দিতে মাঠে নামে বিনয় তামাং গোষ্ঠীর যুব সংগঠন যুব মোর্চা । আজ বিনয় তামাঙের নেতৃত্বে দার্জিলিঙে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। তাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিডিয়োয় শুনুন নারীমোর্চার সভানেত্রী ছিরিং দাহালের বক্তব্য
এই বিষয়ে, মোর্চার বিনয় তামাংপন্থী নারীমোর্চার সভানেত্রী ছিরিং দাহাল বলেন, "রাজ্যের সঙ্গে যে কৌশলে বিনয় তামাং সুসম্পর্ক রেখে চলেছেন, তাতে আখেরে পাহাড়ের উন্নয়নে গতি আসবে।" বিনয় তামাংকে প্রার্থী করার পিছনে আরও বড় লক্ষ্য তাঁদের । কারণ এরপর 2021 সালেও বিনয়কে বিধানসভা ভোটের প্রার্থী করা হবে । আর তিনি জিতবেন এই বিষয়ে নিশ্চিত তাঁরা । ফলে পাহাড় উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী হওয়ার পথ প্রশস্থ হবে তাঁর ।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে ১৮ এপ্রিল ভোট হয় । এরপরই জানা যায় দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৯ মে। দার্জিলিঙের বিধায়কের পদ থেকে অমর সিং রাই ইস্তফা দিয়ে লোকসভা ভোটের প্রার্থী হতেই দার্জিলিং বিধায়কশূন্য হয়ে পড়ে । নির্বাচন কমিশন এরপর জানিয়ে দেয় ১৯ মে উপনির্বাচন হবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে। এরপরই বিধানসভার দার্জিলিং কেন্দ্রের উপনির্বাচনে বিনয় তামাং প্রার্থী হচ্ছেন বলে জল্পনা শুরু হয়। তামাং গোষ্ঠীর যুব মোর্চার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে বিনয় তামাংকে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন তাঁরা । বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় । এরপরই আজ বিনয় তামাং প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা করা হয়।

Last Updated : Apr 23, 2019, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details