দার্জিলিং, 24 মে: গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের গলায় জিটিএ নিয়ে উলটো সুর । জিটিএ নির্বাচনের বিরুদ্ধে বুধবার সকাল 11টা থেকে অনশনে বসতে চলেছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung will sat on hunger strike against GTA Election) । আর তাঁর ওই সিদ্ধান্তের পরেই পাহাড়ের রাজনীতিতে নয়া বিতর্ক ও জল্পনার সৃষ্টি হয়েছে । মঙ্গলবার জিটিএ নির্বাচনের জন্য সর্বদলীয় বৈঠক করেন জিটিএ নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষ পর্যবেক্ষক তথা জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন । সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন 26 শে জুন হতে চলেছে জিটিএ নির্বাচন ।
এদিনের সর্বদলীয় বৈঠকের অংশগ্রহণ করেছিল গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা । সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়েই তড়িঘড়ি জিটিএ নির্বাচন নিয়ে দার্জিলিংয়ের সিংমারিতে অবস্থিত দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা । সেখানেই রিলে অনশন করছে গোর্খা জনমুক্তি মোর্চার যুব শাখার সদস্যরা । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং সাফ জানিয়ে দেন, বুধবার থেকে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে অনশনে বসতে চলেছেন তিনি । এদিন কেন্দ্রীয় কমিটির বৈঠকে তাঁর অনশনে বসার বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয় ।