শিলিগুড়ি, 11 জুন : পাহাড় ছাড়ার পর যাঁদের সাহায্যে গা ঢাকা দিয়েছিলেন, পাহাড়ে ফেরার পর সেই সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গেই দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ।
সালটা 2017 ৷ পৃথক রাজ্যের দাবিতে পাহাড়ে সশস্ত্র আন্দোলনের সময়ে গা ঢাকা দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং । সেইসময় প্রথমে নেপাল এবং পরে কলকাতা ও ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছিলেন বিমল । তিন বছর পর, 2020 সালের 21 অক্টোবর এক সন্ন্যাসীর সঙ্গে কলকাতায় ফিরেছিলেন বিমল গুরুং । এসেছিলেন প্রকাশ্যে ৷ তারপর ধীরে ধীরে পাহাড়ে ফেরা ৷ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া । যদিও পাহাড়ের তিনটি আসনেই পরাজিত হয়েছেন তিনি । কিন্তু পাহাড়ে ফেরার পর সেই সময়কার পুরানো বন্ধু, অনুগামীদের ভোলেননি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা ।