দার্জিলিং, 5 ফেব্রুয়ারি : দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality Election 2022) প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) । শনিবার দার্জিলিংয়ের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা প্রকাশ করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা (BGPM Announces Candidate List for Darjeeling Municipality Election 2022) । দলের সাধারণ সম্পাদক অমর লামাকে চেয়ারম্যান প্রজেক্ট করে পৌরভোটের লড়াই শুরু করলেন অনিত থাপারা ।
তবে এদিন প্রথম দফায় 32 আসনের মধ্যে 27টি আসনে প্রার্থী ঘোষণা করেন তাঁরা । আপাতত জোট বা আসন সমঝোতা করার পক্ষপাতী নন অনিত থাপারা । একইভাবে প্রার্থীতালিকা তৈরির কাজ শুরু করেছে বিমল গুরুংরাও । পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও সবকটি আসনে প্রার্থী ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ।
এদিকে প্রজাতান্ত্রিক মোর্চা সূত্রে জানা গিয়েছে যে 2, 4, 10, 13, 14, 21, 25 নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করা হয়নি । অমর লামাকে 24 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে । অনিত থাপা বলেন, "প্রথম দফার প্রার্থীতালিকা এদিন প্রকাশ করা হল । খুব তাড়াতাড়ি বাকিদেরও নাম ঘোষণা করা হবে । এখনই আসন সমঝোতা নয় ৷ আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী । সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা ।"