পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শংকর মালাকারের কনভয়ের গাড়িতে হামলা; অভিযুক্ত BJP, তৃণমূল

দার্জিলিং যাওয়ার পথে কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল ও BJP-র বিরুদ্ধে। এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।

শংকর মালাকার

By

Published : Apr 14, 2019, 7:19 PM IST

শিলিগুড়ি, 14 এপ্রিল : নির্বাচনী প্রচারে দার্জিলিং যাওয়ার পথে কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের কনভয়ের একটি গাড়ির উপর হামলার অভিযোগ উঠল BJP ও তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গাড়ি ভাঙচুরের পাশাপাশি শংকর মালাকারকে শারীরিকভাবে হেনস্থা করা হয়।

নির্বাচনী প্রচারের জন্য আজ দুপুরে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। অভিযোগ, দার্জিলিং যাওয়ার সময় শুকনা সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীরা তাঁর পথ আটকায়। এরপর তাঁরা শংকরলালের কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পাশাপাশি শংকরবাবুকে মারধর করা হয় বলেও অভিযোগ।

এরপর ফের তিনি দার্জিলিঙের দিকে রওনা দেন। সেসময় কার্শিয়াঙে রামনবমীর মিছিলের জন্য BJP, বিমলপন্থী মোর্চা ও GNLF-এর কর্মী সমর্থকরা মিলিতভাবে শংকরবাবুকে দার্জিলিঙে যেতে বাধা দেয় বলে অভিযোগ। শংকরবাবু বলেন, "দার্জিলিং যাওয়ার সময় আমার কনভয়ের একটি গাড়িতে হামলা করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর কার্শিয়াঙ ঢোকার মুখে BJP, বিমলপন্থী মোর্চা ও GNLF-এর কর্মী সমর্থকরা আমাদের পথ আটকায়। বিষয়টি পুলিশে জানানো হয়েছে। কিন্তু, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। আমরা এবিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।"

ABOUT THE AUTHOR

...view details