পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর মা'কে গালিগালাজের অভিযোগ, ASI-এর বিরুদ্ধে তদন্ত

প্রধানমন্ত্রীর মায়ের নামে কুরুচিকর মন্তব্য পোস্ট করার অভিযোগ ASI-এর বিরুদ্ধে।

ফাইল চিত্র

By

Published : Mar 17, 2019, 7:15 AM IST

শিলিগুড়ি, ১৭ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা'কে গালিগালাজের অভিযোগ অভিযোগ উঠল এক ASI-এর বিরুদ্ধে। শিলিগুড়ির খালপাড়া আউট পোস্টে কর্মরত ওই ASI-এর নাম মহম্মদ খালিলুর রহমান। তিনি ফেসবুকের একটি পোস্টে প্রধানমন্ত্রীর মায়ের নামে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহম্মদ খালিলুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গঠন করা হয়েছে পৃথক কমিটিও।

জানা গেছে, চলতি মাসের ১৪ তারিখ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছিল একজন। অভিযোগ, সেই পোস্টের কমেন্ট বক্সে প্রধানমন্ত্রীর মায়ের নামে খারাপ কথা লেখেন মহম্মদ খালিলুর রহমান। বিষয়টি নজরে আসে স্থানীয় BJP নেতা-কর্মীদের। প্রতিবাদে গতকাল খালপাড়া ফাঁড়িতে একটি স্মারকলিপি জমা দেন BJP-র নগর মণ্ডলের সদস্যরা। একইসঙ্গে ওই অফিসারের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।

BJP-র তরফে স্মারকলিপি জমা পড়তেই তদন্ত কমিটি গঠন করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। সমস্ত ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক পদস্থ কর্তা বলেন, "তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।" BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায় চৌধুরি বলেন, "পুলিশ এখন তৃণমূলের ক্যাডার। আবারও তা প্রমাণ হল। এই ঘটনায় ওই অফিসারের কঠোর শাস্তির দাবি জানিয়েছি। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলেই মনে করি আমরা।"

পুলিশ সূত্রে খবর, উত্তরদিনাজপুর জেলার বাসিন্দা মহম্মদ খালিলুর রহমান। চলতি মাসের ৬ তারিখ থেকে ছুটিতে রয়েছেন তিনি। খালিলুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন "কীভাবে কী হল জানি না। আমি কিছুই বুঝে উঠতে পারছি না।"

ABOUT THE AUTHOR

...view details