পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেঠু অশোকের চাপ ? BJP-তে যোগের কয়েক ঘণ্টার মধ্যেই ভোলবদল অর্কর - ashok

BJP-র সভায় যোগ দিয়ে নেতৃত্বের সঙ্গে গল্প। তাদের থেকে দলীয় পতাকা হাতে নিয়ে BJP-তে যোগদান। আর তার ১২ ঘণ্টার মধ্যেই দল ছেড়ে দিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য।

অর্কদীপ ভট্টাচার্য

By

Published : Mar 11, 2019, 6:43 AM IST

শিলিগুড়ি, ১১ মার্চ : BJP-র সভায় যোগ দিয়ে নেতৃত্বের সঙ্গে গল্প। তাদের থেকে দলীয় পতাকা হাতে নিয়ে BJP-তে যোগদান। আর তার ১২ ঘণ্টার মধ্যেই দল ছেড়ে দিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য। প্রকাশ্যে আনলেন এক মুচলেকা। তাতে লেখা, "আমাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমি সক্রিয়ভাবে কোনওদিন রাজনীতি করিনি। আগামীতেও করব না। আর আমি BJP-তে যোগদান করিনি। সেটা ভুল তথ্য।"

এই বিষয়ে BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায় চৌধুরি বলেন, "জেঠুর ধমকের জেরেই দল ছাড়ার কথা বলছে অর্ক।"

BJP সূত্রে খবর, প্রায় একমাস ধরে অর্কদীপ উচু থেকে নিচু তলার BJP নেতাদের সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন। নিজেই জানিয়েছিলেন যে তিনি BJP-তে যোগ দিতে চান। প্রথমে BJP নেতৃত্ব রাজি না হলেও পরে জোরাজুরিতে রাজি হয়ে যায়। এরপরই গতকাল শিলিগুড়ির বর্ধমান রোডে আয়োজিত BJP-র দলীয় কর্মসূচিতে ডেকে পাঠানো হয় অর্কদীপকে। সেখানে দীর্ঘক্ষণ থাকেন। BJP নেতাদের বক্তব্য শোনেন। এরপর সভা শেষে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাত থেকে BJP-র দলীয় পতকা তুলে নেন। একইসঙ্গে BJP নেতৃত্বকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেও BJP-তে যোগদানের বিষয়টি স্পষ্ট করেন।

সূত্রের খবর, ঘটনার পরই বেজায় চটে যান অর্কদীপের জেঠু অর্থাৎ শিলিগুড়ি পৌরনিগমের মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। রাতেই ডেকে পাঠান অর্ককে। এরপর রাতেই প্রকাশ্যে আসে অর্কের অডিয়ো ভিজ়ুয়াল বিবৃতি সহ একটি মুচলেকা। সেই ভিডিয়োতে দেখা যায়, অর্কদীপ মুচলেকায় লেখা শব্দগুলো আউরে চলেছেন। সেই অডিয়ো ভিজ়ুয়াল বিবৃতিতে অর্ক বলেন, তিনি বি টেক ইঞ্জিনিয়ার। যদিও বেকার। তবে কোনও দলের সঙ্গে যুক্ত নন।

এবিষয়ে অভিজিৎ রায় চৌধুরির মন্তব্য, অর্কদীপ স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন। তবে এখন অশোকবাবু অর্থাৎ তাঁর জেঠুর চাপে পড়ে দল ছাড়ার কথা বলছেন।

ABOUT THE AUTHOR

...view details