পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা হাসপাতাল তৈরিতে বাধা, গ্রেপ্তার শিক্ষক

মাটিগাড়ায় বেসরকারি হাসপাতালকে কোরোনা হাসপাতাল বানানো নিয়ে বিক্ষোভ । অভিযোগ, সেই বিক্ষোভের নেতৃত্ব দেন পেশায় শিক্ষক অশ্বিনী সরকার । হাসপাতাল তৈরি করতে দেবেন না বলে চ্যালেঞ্জও করেন পুলিশকে । গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

siliguri
শিলিগুড়ি

By

Published : Apr 13, 2020, 12:56 PM IST

শিলিগুড়ি, 13 এপ্রিল : মাটিগাড়ার কাওয়াখালিতে কোরোনা হাসপাতাল তৈরিকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ । অভিযোগ, বিক্ষোভে মদত দিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি CPI(M)- এর তাপস সরকারের দাদা অশ্বিনী সরকার । ঘটনার তদন্ত নেমে পেশায় শিক্ষক অশ্বিনী সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কোরোনার চিকিৎসার জন্য শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালির একটি বেসরকারি হাসপাতালকে রাজ্য সরকাররের তরফে চিহ্নিত করা হয়েছিল । খবরটা জানাজানি হতেই গতরাতে বিক্ষোভ দেখান স্থানীয়রা । অভিযোগ, সেই বিক্ষোভে অশ্বিনী সরকার নেতৃত্ব দেন । হাসপাতাল তৈরি করতে দেবেন না বলে চ্যালেঞ্জও করেন পুলিশকে ।

এরপরই রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ কাওয়াখালি টাউনশিপের বাড়ি থেকে অশ্বিনীবাবুকে গ্রেপ্তার করে । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

এবিষয়ে তাপস সরকার জানান, দাদা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না । তিনি শিক্ষকতা করেন । এলাকায় কোরোনা হাসপাতাল হবে জেনেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে বিক্ষোভ দেখান । তার জেরে রাতে দাদাকে তুলে নিয়ে যায় পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details