কালিম্পং, 18 এপ্রিল : কোরোনা যুদ্ধে জিতে এবার মুখ্যমন্ত্রীর প্রশংসায় কালিম্পঙের মহিলা । প্রশংসা করলেন GTA চেয়ারম্যান অনিত থাপারও । বললেন, "এই দু'জনের সাপোর্ট না থাকলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতাম না ।"
গতকালই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি । কোরোনা মুক্ত হয়ে গতকাল তাঁর সঙ্গে বাড়ি ফিরেছেন আরও দু'জন । তাঁরা কোরোনায় মৃত কালিম্পঙের মহিলার সংস্পর্শে এসেছিলেন ৷ শিলিগুড়ির মাটিগাড়ার নার্সিংহোম থেকে বেরিয়েই ওই মহিলা বলেন, "আমাদের পরিবারের যে সদস্য COVID-19 এ মারা গেছেন তাঁকে তো আর ফিরে পাওয়া যাবে না । তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট না থাকলে আমরা এভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতাম না । মুখ্যমন্ত্রীর পাশাপাশি GTA চেয়ারম্যান অনিত থাপাও সবসময় যোগাযোগ রেখে গেছেন । যেভাবে সুবিধা -অসুবিধা দেখেছেন তাঁরা তা ভোলার নয় ।"