কলকাতা, 21 জুন: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না বলে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জানান অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । যদিও মামলাকারী জিএনএলএফ-এর তরফে আইনজীবীর সুবীর সান্যাল বলেন, "1988 সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল তৈরি হয়েছিল । সেই কারণে সংবিধান সংশোধন করা হয়েছিল । কিন্তু 2011 সালে সংবিধান সংশোধন না করেই রাজ্য সরকার জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) তৈরি করে, যা সম্পূর্ণ অসাংবিধানিক ।"
কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশ-এর আগে জিটিএ নির্বাচন(GTA Election) স্থগিত রাখার দাবিতে পাহাড়ের বেশ কয়েকটি সংগঠন মামলা দায়ের করেছিল । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা গত 19 মে এক নির্দেশে জানায়, জিটিএ নির্বাচনের ওপর আদালত কোন বিধি-নিষেধ আরোপ করছে না । তবে নির্বাচনের ফলাফল এই মামলার ওপর নির্ভর করবে ।
ইতিমধ্যে রাজ্য সরকার পাহাড়ের নির্বাচন ঘোষণা করে দিয়েছে । 26 জুন পাহাড়ে নির্বাচন করা হবে । এই নির্বাচন অবৈধ । এর বিরুদ্ধে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই ইতিমধ্যে 26 জুন নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে কোনওভাবেই নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না ।"