শিলিগুড়ি, 29 এপ্রিল:বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইকারী একজন ধর্মযোদ্ধা । শনিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এভাবেই সম্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরী । এদিন সকালে উড়ানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে সড়কপথে তিনি কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ৷ পাশাপাশি মালদহে মৃত নাবালিকার বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর বলে জানা গিয়েছে ।
তবে এদিন বিমানবন্দরে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ অধীর চৌধুরী । রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডের দু'টি মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত । আর তাঁকে সরানোর পর থেকে সরগরম রাজ্য রাজনীতি । বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি । তবে এর মাঝেও শাসকদলের বিভিন্ন নেতা-কর্মীরা লাগাতার তীব্র কটাক্ষ করে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে । যদিও বিচারব্যবস্থার উপর আস্থা রাখার কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । তবে গেরুয়া শিবিরের পাশাপাশি এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই মামলাগুলো থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিও ।