দার্জিলিং, 2 সেপ্টেম্বর: "মুম্বই থেকে বাংলার দূরত্ব রয়েছে । রাজ্যের কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেই দূরত্ব থাকবে ।" মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠক এবং দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধির মধ্যে বৈঠক হলেও এরাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব প্রসঙ্গে শনিবার এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । শনিবার মাটিগাড়ায় স্কুল ইউনিফর্মে খুন হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । সেখান থেকে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারে যান তিনি । তার আগে মাটিগাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়েকটি রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অধীর ৷
সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মঞ্চ 'ইন্ডিয়া' জোটে যে 28টি দল সামিল হয়েছে তার অন্যতম দুই প্রধান শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার মুম্বইয়ে এই জোটের বৈঠকে স্থির হয়েছে আগামী লোকসভা নির্বাচনে দেশে যত বেশি সংখ্যক আসনে সম্ভব জোট বেধে লড়বে এই দলগুলি ৷ সেক্ষেত্রে জোটের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে একজন প্রার্থীকে দাঁড় করানোর বিষয়ে আলোচনা চলছে ৷ তবে সেই উদ্যোগ এরাজ্যে কতটা সফল হবে সেই বিষয়ে প্রশ্ন রয়েছে ৷ কারণ কংগ্রেস ও সিপিএম জানিয়ে দিয়েছে জাতীয় ক্ষেত্রে ফর্মুলা যাই হোক এরাজ্যে তারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একইভাবে বিরোধিতা চালিয়ে যাবে ৷