দার্জিলিং, 25 জুলাই:বাগডোগরায়আদিবাসী গৃহবধূকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় দুই মহিলা-সহ চার জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ। আর অন্যদিকে, ওই ঘটনার পর নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা। তিনি গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ যদিও ওই মহিলাকে বিবস্ত্র করে মারা হয়নি বলে জানান, সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা।
এদিকে, ওই ঘটনায় ধৃত চারজনকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল প্রদীপ সরকার, শিবা বাল্মিকী, ললিতা বাল্মিকী এবং গৌরী সরকার। ধৃতদের মধ্যে প্রদীপ ও গৌরী সরকার স্বামী-স্ত্রী আর অন্যদিকে, শিবা ও ললিতা ভাই-বোন। সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া বলেন, "ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
আরও পড়ুন:মালদার পর মুর্শিদাবাদে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে চাঞ্চল্য