শিলিগুড়ি, 14 মে : কোরোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি এক রোগীর মৃত্যু হল শিলিগুড়িতে । আজ ভোরে শিলিগুড়ির সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI) হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয় । এক মাসে এই নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালে আট রোগীর মৃত্যু হল।
শিলিগুড়ির SARI হাসপাতালে রোগীর মৃত্যু, সোয়াবের নমুনা সংগ্রহ স্বাস্থ্য বিভাগের - lockdown
আজ ভোরে শিলিগুড়ির সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI) হাসপাতালে এক রোগীর মৃত্যু হয় । মৃতের সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে । রিপোর্ট এখনও আসেনি ।
কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত OSD সুশান্তকুমার রায় বলেন, "SARI হাসপাতালে মৃত রোগীর সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে । রিপোর্ট এখনও আসেনি । তবে, বাকি মৃতের মধ্যে কেউই কোরোনায় আক্রান্ত ছিল না । কাজেই এই নিয়ে আতঙ্কের কিছু নেই । সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ।" স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, গতরাতে শিলিগুড়ির SARI হাসপাতালে ওই রোগীকে শ্বাসকষ্ট নিয়ে ভরতি করা হয় । দার্জিলিং পাহাড়ের মংপুতে তাঁর বাড়ি । তিনি সিনকোনা বাগানে শ্রমিকের কাজ করতেন । আজ ভোরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ।
মৃতের আত্মীয়রা বলেন, মঙ্গলবার বিকালে আচমকাই ওই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন । প্রথমে তাঁকে রম্ভিতে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে শিলিগুড়ির SARI হাসপাতালে রেফার করা হয়েছিল । আজ ভোরে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয় । মৃত ব্যক্তির সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে । রিপোর্ট এখনও মেলেনি । তবে, ওই রোগী কিডনির সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে ।