দার্জিলিং, 6 মার্চ: জাতীয় সড়কে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident in Siliguri)! মৃত্যু হল চারজনের । সোমবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন সাত মাইলের বেঙ্গল সাফারি পার্কের সামনে, 10 নম্বর জাতীয় সড়কে । একটি চারচাকা গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের (Siliguri Accident)।
দুর্ঘটনার জেরে যানজট: দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনার কবলে পড়া লোকেদের উদ্ধার করে শিলিগুড়ির সেভক রোডের একটি নার্সিংহোমে পাঠানো হয় । এই ঘটনায় কোনওমতে প্রাণে বাঁচলেও কিছুটা আহত হন সিকিম থেকে আসা গাড়ির চালক । শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় । ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ । দুর্ঘটনার জেরে 10 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় । দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ ।
গাড়িটি গ্যাংটক থেকে শিলিগুড়ি যাচ্ছিল: পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিকিমের নম্বর দেওয়া গাড়িটি গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়েছিল । সেই গাড়িতে চারজন ছিলেন । উলটোদিক থেকে একটি মালবাহী গাড়ি শিলিগুড়ি থেকে রওনা হয়েছিল । সাত মাইল এলাকায় দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনার জেরে গাড়ি দুটি জঙ্গলে ছিটকে পড়ে । সেখানেই মৃত্যু হয় একজনের । বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির নার্সিংহোমে পাঠানো হয় । সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা ।