শিলিগুড়ি, 3 মে- কর্তৃপক্ষকে না জানিয়ে চুপিসারে কলকাতায় গিয়ে ফেরার পর কোরোনায় সংক্রমিত হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক । ঘটনার পরই ওই চিকিৎসকের সঙ্গেই কলকাতা যাওয়া 27 চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে শোকজ করার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ । ঘটনায় অত্যন্ত বিরক্ত জেলা স্বাস্থ্য দপ্তর ।
লুকিয়ে কলকাতায় গিয়ে কোরোনা সংক্রমণ চিকিৎসকের, 28 জনকে শো-কজ - covid-19
কোরোনা লড়াইয়ের মাঝেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে লুকিয়ে কলকাতা গিয়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 28 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী । লুকিয়েই একটি বাসে করে কলকাতায় গিয়ে তাঁরা শিলিগুড়িতে ফিরেও আসেন । যদিও এরপরই কোরোনা সংক্রমণ ধরা পড়ে এক চক্ষুরোগ চিকিৎসকের ।
কোরোনা লড়াইয়ের মাঝেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে লুকিয়ে কলকাতা গিয়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 28 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী । লুকিয়েই একটি বাসে করে কলকাতায় গিয়ে তাঁরা শিলিগুড়িতে ফিরেও আসেন । যদিও এরপরই কোরোনা সংক্রমণ ধরা পড়ে এক চক্ষুরোগ চিকিৎসকের । ঘটনার জেরে ওই চিকিৎসকের সঙ্গে ফেরা আরও 27 চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীকে কোয়ারানটিনে যেতে বাধ্য করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । লকডাউন চলাকালীন এভাবে কাউকে কিছু না জানিয়ে কলকাতায় যাওয়া এবং এক চিকিৎসকের কোরোনা সংক্রমণ হওয়ায় ক্ষুব্ধ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ।
এই বিষয়ে অধ্যক্ষ প্রবীর দেব জানান, "আক্রান্ত চিকিৎসকসহ মোট 28 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী লুকিয়ে কলকাতা গিয়েছিলেন । যার জেরে এমন বিব্রত হতে হয়েছে কর্তৃপক্ষকে । এক চিকিৎসক আক্রান্ত হওয়ায় কোয়ারানটিনে যেতে হয়েছে আরও 27 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে । এই পরিস্থিতিতে তাঁরা সুস্থ হয়ে কাজে ফিরলে প্রত্যেককে শো-কজ করা হবে ।"
উত্তরবঙ্গে কোরোনা মোকাবিলায় নিযুক্ত চিকিৎসক সুশান্ত রায় বলেন, "কর্তৃপক্ষকে না জানিয়ে শুধু এভাবে যাওয়া-আসাই নয়, আসার পথে মালদা ও উত্তর দিনাজপুরে বাস থেকে নেমেছিলেন কেউ কেউ । এর পাশাপাশি এক চিকিৎসক ফিরে কার্সিয়াঙে গিয়ে ক্লিনিক খুলেও বসেছিলেন । গতকাল সব জেনে আমরা তড়িঘড়ি তা বন্ধ করে দিয়েছি । আর কারা কারা এদের সংস্পর্শে এসেছিলেন তারও খোঁজ চলছে। এ নিয়ে সম্পূর্ণ রিপোর্ট আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছি । ওই দলের সদস্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা যে কাণ্ড ঘটিয়েছেন তা এই মুহূর্তে স্বাস্থ্যবিধির পরিপন্থী ।"