পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP : আটক 21 বিজেপি বিধায়ক, গ্রেফতার নারায়ণী সেনা ; শিলিগুড়িতে সংকল্প যাত্রা ঘিরে ধুন্ধুমার - 21 জন বিজেপি বিধায়ককে আটক বাগডোগরা পুলিশের

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, যুব মোর্চা সভাপতি কাঞ্চন দেবনাথ, সম্পাদক সৌরভ সরকার সহ দলীয় কর্মী সমর্থকরা । হাসমি চক থেকে মিছিল শুরু করতে গেলেই তা আটকে দেয় পুলিশ ।

wb
wb

By

Published : Aug 17, 2021, 10:57 AM IST

Updated : Aug 17, 2021, 12:07 PM IST

শিলিগুড়ি, 17 অগস্ট : বিজেপির সংকল্প যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে । মিছিল শুরু করতে গেলে আটকে দেয় পুলিশ ৷ তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে 21 জন বিধায়ককে আটক করে পুলিশ ৷ অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে ফিরছেন জন বার্লা ৷ তাঁকে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দরে যাচ্ছিল নারায়ণী সেনা ৷ কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই 35 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ ৷

মঙ্গলবার সারা রাজ্যব্যাপী স্বাধীনতা দিবসের 75তম বর্ষ উপলক্ষে বিজেপির যুব মোর্চার তরফে সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল । সেই মতো এদিন সকালে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফ থেকে শিলিগুড়ির হাসমি চকে সংকল্প যাত্রা শুরু করা হয় ৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, যুব মোর্চা সভাপতি কাঞ্চন দেবনাথ, সম্পাদক সৌরভ সরকার সহ দলীয় কর্মী সমর্থকরা । হাসমি চক থেকে মিছিল শুরু করতে গেলেই তা আটকে দেয় পুলিশ ।

শিলিগুড়িতে সংকল্প যাত্রা ঘিরে ধুন্ধুমার

আরও পড়ুন :BJP : পুলিশের বাধা, একটি কনভয় নিয়েই সুভাষ সরকারের নেতৃত্বে শহিদ সম্মান যাত্রা শুরু বিজেপির

এরপরও জোর করে মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে বিজেপি কর্মী সমর্থকরা । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিধায়ক, যুব সভাপতি সহ মোট 21 জনকে আটক করে । শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, "সরকারের বিরুদ্ধে কোনও কর্মসূচি ছিল না । দলীয় পতাকা ছিল না । তা সত্ত্বেও গ্রেফতর করা হল।"

Last Updated : Aug 17, 2021, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details