শিলিগুড়ি, 17 অগস্ট : বিজেপির সংকল্প যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে । মিছিল শুরু করতে গেলে আটকে দেয় পুলিশ ৷ তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে 21 জন বিধায়ককে আটক করে পুলিশ ৷ অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে ফিরছেন জন বার্লা ৷ তাঁকে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দরে যাচ্ছিল নারায়ণী সেনা ৷ কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই 35 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ ৷
মঙ্গলবার সারা রাজ্যব্যাপী স্বাধীনতা দিবসের 75তম বর্ষ উপলক্ষে বিজেপির যুব মোর্চার তরফে সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল । সেই মতো এদিন সকালে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফ থেকে শিলিগুড়ির হাসমি চকে সংকল্প যাত্রা শুরু করা হয় ৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, যুব মোর্চা সভাপতি কাঞ্চন দেবনাথ, সম্পাদক সৌরভ সরকার সহ দলীয় কর্মী সমর্থকরা । হাসমি চক থেকে মিছিল শুরু করতে গেলেই তা আটকে দেয় পুলিশ ।