শিলিগুড়ি, 13 এপ্রিল : কোরোনা মোকাবিলায় শিলিগুড়িতে প্রশাসনিক কাজে অসহযোগিতার অভিযোগে মামলা রুজু হল এক নার্সিংহোমের বিরুদ্ধে ৷ জেলাশাসকের অভিযোগের ভিত্তিতে কাওয়াখালির একটি নার্সিংহোমের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের হয় । গতকাল রাতে দার্জিলিঙের জেলাশাসক দীপাপ প্রিয়া পির অভিযোগের ভিত্তিতে এই মামলা করে পুলিশ । ইতিমধ্যে অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের দু’জন কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
কোরোনা মোকাবিলায় অসহযোগিতা, ধৃত নার্সিংহোমের 2 কর্তা
জেলাশাসকের অভিযোগের ভিত্তিতে কাওয়াখালির একটি নার্সিংহোমের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের হয় । গতকাল রাতে দার্জিলিঙের জেলাশাসক দীপাপ প্রিয়া পির অভিযোগের ভিত্তিতে এই মামলা করে পুলিশ ।
শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম) কুনার ভূষণ সিং বলেন, কাওয়াখালির ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ করেছেন জেলাশাসক । সেই অভিযোগের ভিত্তিতেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । নার্সিংহোম কর্তৃপক্ষের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে । জেলা শাসক জানায় , শিলিগুড়িতে ওই নার্সিংহোম অধিগ্রহণ করছে প্রশাসন । কিন্তু, মাটিগাড়ার কাওয়াখালি এলাকার এক নার্সিংহোম কর্তৃপক্ষ প্রশাসনের আবেদনে সাড়া দিয়েও এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে বাধা দেন ৷ পুলিশ প্রশাসন সূত্রে খবর, সন্দেহভাজন কোরোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ওই নার্সিংহোম চাওয়া হয় । বার বার অনুরোধ করার পরও ওই নার্সিংহোম প্রশাসনের কাছে কোনও উত্তর দেয়নি ৷ ফাঁকাও করা হয়নি নার্সিংহোম । এ ব্যাপারে গতকাল সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে নবান্নে রিপোর্ট পাঠায় দার্জিলিং জেলা প্রশাসন ।
গতকাল রাতে রাজ্য সরকারের নির্দেশেই সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন জেলাশাসক । সেই অভিযোগের ভিত্তিতে নার্সিংহোম কর্তৃপক্ষের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে ।