হিলি (দক্ষিণ দিনাজপুর), 21 মে : নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হল রাজ্যের তৃণমূল সরকারের দুয়ারে রেশন প্রকল্প ৷ দক্ষিণ দিনাজপুরে পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়েছে রেশন পৌছে দেওয়ার কাজ । হিলির সালাষ প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে রেশন প্রকল্পে গ্রামবাসীদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে ৷ উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ামক জয়ন্তকুমার রায় ৷ হিলির বিডিয়ো সৌমেন বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরা ৷
নির্বাচনী প্রতিশ্রুতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন এর ঘোষণা করেছিলেন । সেই ঘোষণা মতো পরীক্ষামূলকভাবে সেই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার ৷ এদিন সকাল 7 টা থেকে গ্রামবাসীদের রেশন সামগ্রী দেওয়া শুরু হয় । কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামবাসীদের রেশন দেওয়া হয় । রেশনের দোকানে নয়, বাড়ির পাশে সরকারি ব্যবস্থায় রেশন পেয়ে খুশি এলাকাবাসী ।