পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাট SP অফিসে বসানো হল ওয়াকিং স্যানিটাইজ়েশন মেশিন - covid-19

কোরোনা মোকাবিলায় বিভিন্ন সর্তকতামূলক একাধিক উদ্যোগ নিয়েছে সরকারি ও বেসরকারি দপ্তরগুলি । স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশকর্মীরাও প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করছেন । তাই পুলিশকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে কয়েকদিন আগে গঙ্গারামপুর থানায় বসানো হয়েছে এই স্যানিটাইজ়েশন মেশিন ।

Walking sanitation machine installed at Balurghat SP office to deal with corona virus
কোরোনা মোকাবিলায় বালুরঘাট SP অফিসে বসানো হল ওয়াকিং স্যানিটাইজ়েশন মেশিন

By

Published : May 29, 2020, 8:54 PM IST

বালুরঘাট, 29 মে : কোরোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজ়েশন মেশিন ৷ গঙ্গারামপুর থানার পর এবার বালুরঘাটে পুলিশ সুপারের অফিসে বসানো হল এই মেশিন । পুলিশ অফিসে আসা পুলিশ কর্মী ও সাক্ষাৎকারীদের সকলকে ওয়াকিং স্যানিটাইজ়েশন মেশিন টানেল দিয়ে প্রবেশ করতে হবে । আগামীদিনে বালুরঘাটের পুলিশ লাইনসহ জেলার বাকি থানাতেও এই ওয়াকিং স্যানিটাইজ়েশন মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে । আজ থেকে এই ওয়াকিং স্যানিটাইজ়েশন মেশিন চালু করা হয় ।

প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় বিভিন্ন সর্তকতামূলক একাধিক উদ্যোগ নিয়েছে সরকারি ও বেসরকারি দপ্তরগুলি । স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশকর্মীরাও প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করছেন । তাই পুলিশকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই কয়েকদিন আগে গঙ্গারামপুর থানায় বসানো হয়েছে এই স্যানিটাইজ়েশন মেশিন । গঙ্গারামপুরের পর এবার বালুরঘাটের পুলিশ সুপার অফিসেও এই মেশিন বসানো হল । পুলিশকর্মী হোক বা সাক্ষাৎকারী সকলকেই প্রবেশ করতে হবে স্যানিটাইজ়েশন মেশিন টানেলের মধ্যে দিয়েই । যে কেউ টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করলে সেই ব্যক্তির গায়ে স্বয়ংক্রিয়ভাবে স্প্রে হবে । মূলত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । কোরোনা মোকাবিলায় আগেই বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে স্যানিটাইজ় করা হয়েছে । এবার সংক্রমণ রুখতে উদ্যোগী হল পুলিশ থানাগুলি ৷

এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "পুলিশ সুপার অফিসের মূল গেটে একটি ওয়াকিং স্যানিটাইজ়েশন মেশিন বসানো হয়েছে । অফিসে কেউ ঢুকলে তার পুরো শরীর ও জামাকাপড়ে মেশিনের জীবাণুনাশক স্প্রে হয়ে স্যানিটাইজ় হয়ে যাবে । যেহেতু SP - র অফিসে বাইরে থেকে বহু মানুষ সাক্ষাৎ করতে আসেন ৷ তাই এই পদ্ধতির মাধ্যমে কোরোনা সংক্রমণ আটকানো যাবে । আগামীদিনে পুলিশ লাইন ও জেলার অন্য থানাগুলিতেও এই মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details