পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্মৃতিতে রক্তাক্ত পঞ্চায়েত ভোট, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটকর্মীদের - voter protest

সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রশিক্ষণ কেন্দ্রে বিক্ষোভ দেখালেন প্রায় শতাধিক ভোটকর্মী। আজ দুপুরে বালুরঘাটে গার্লস কলেজের ঘটনা। ভোটকর্মীরা কিছুক্ষণের জন্য প্রশিক্ষণ বয়কট করেন।

প্রশিক্ষণ বয়কট করে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা

By

Published : Mar 31, 2019, 5:42 PM IST

Updated : Mar 31, 2019, 9:34 PM IST

বালুরঘাট, ৩১ মার্চ : জেলার প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। আজ এই দাবি তুলে শতাধিক ভোটকর্মী বিক্ষোভ দেখান। আজ দুপুরে বালুরঘাট গার্লস কলেজের ঘটনা। ভোটকর্মীরা কিছুক্ষণের জন্য প্রশিক্ষণও বয়কট করেন। যদিও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশে ফের প্রশিক্ষণ শুরু হয়। তবে ভোটকর্মীরা জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী না থাকলে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন কি না তা ভেবে দেখবেন।

শুরু হয়েছে প্রশিক্ষণ

গত পঞ্চায়েত নির্বাচনের দিন ও গণনার দিনের তিক্ত অভিজ্ঞতার কথা দক্ষিণ দিনাজপুর জেলার ভোটকর্মীরা ভোলেননি। ২৩ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। এই কেন্দ্রের ১৫৩০ টি বুথের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে রয়েছে ১৩০৫ টি বুথ। বাকি বুথ উত্তর দিনাজপুরের ইটাহারে। ভোটকর্মীদের অভিযোগ, ভোটের সময় জীবন হাতে নিয়ে কাজ করতে হয়। তাই তাঁদের দাবি, লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। এই দাবিতে আজ প্রশিক্ষণ নেওয়ার সময় প্রায় শতাধিক ভোটকর্মী বিক্ষোভ দেখালেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বালুরঘাট গার্লস কলেজ, বালুরঘাট হাই স্কুল এবং বুনিয়াদপুরের নারায়ণপুর হাই স্কুলে দক্ষিণ দিনাজপুর জেলার ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছে। সপ্তাহখানেক আগে প্রথম দফার প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ দ্বিতীয় দফার প্রশিক্ষণের সময় বালুরঘাট গার্লস কলেজে প্রায় ১৫০ জন ভোটকর্মী বিক্ষোভ দেখান। তাঁরা নিরাপত্তার প্রশ্ন তুলে প্রশিক্ষণ কক্ষ থেকে বেরিয়ে যান। এরফলে প্রশাসনিক কর্তারা অস্বস্তিতে পড়েন।

জনৈক ভোটকর্মী বিপ্লব পাল বলেন, "বিগত পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে এবারে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী তথা CRPF জওয়ানের দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী না থাকলে আমাদের প্রাণ সংশয় আছে। এবিষয়ে প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। জেলা প্রশাসনের আধিকারিকরা আমাদের কোনও কথাই শুনছে না।"

অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) কৃত্তিবাস নায়েক বলেন, "আজ যারা ভোটের প্রশিক্ষণ নেননি তাঁদের পরে আবার প্রশিক্ষণ নিতে হবে। না হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

Last Updated : Mar 31, 2019, 9:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details