বালুরঘাট, ৩১ মার্চ : জেলার প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। আজ এই দাবি তুলে শতাধিক ভোটকর্মী বিক্ষোভ দেখান। আজ দুপুরে বালুরঘাট গার্লস কলেজের ঘটনা। ভোটকর্মীরা কিছুক্ষণের জন্য প্রশিক্ষণও বয়কট করেন। যদিও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশে ফের প্রশিক্ষণ শুরু হয়। তবে ভোটকর্মীরা জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী না থাকলে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন কি না তা ভেবে দেখবেন।
গত পঞ্চায়েত নির্বাচনের দিন ও গণনার দিনের তিক্ত অভিজ্ঞতার কথা দক্ষিণ দিনাজপুর জেলার ভোটকর্মীরা ভোলেননি। ২৩ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। এই কেন্দ্রের ১৫৩০ টি বুথের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে রয়েছে ১৩০৫ টি বুথ। বাকি বুথ উত্তর দিনাজপুরের ইটাহারে। ভোটকর্মীদের অভিযোগ, ভোটের সময় জীবন হাতে নিয়ে কাজ করতে হয়। তাই তাঁদের দাবি, লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। এই দাবিতে আজ প্রশিক্ষণ নেওয়ার সময় প্রায় শতাধিক ভোটকর্মী বিক্ষোভ দেখালেন।