পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে দুস্থদের সবজি দিচ্ছে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠন

লকডাউনে রোজগার না হওয়ায় সমস্যায় পড়ছে দুস্থরা । তাই তাদের সাহায্য করতে এগিয়ে এলেন বালুরঘাটের তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সদস্যরা । বিনামূল্যে তুল দিলেন সবজি ।

Balurghat
বালুরঘাট

By

Published : Apr 21, 2020, 10:00 AM IST

বালুরঘাট, 21 এপ্রিল : লকডাউনে দুস্থদের পাশে দাঁড়ালেন বালুরঘাটের তৃণমূল যুব ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । দুস্থদের সাহায্য করতে বিনামূল্যে সবজি দেওয়ার ব্যবস্থা করেন তাঁরা । প্রতিদিন সকাল 8 টা থেকে সকাল 10 টা পর্যন্ত সবজির দোকান খোলা থাকছে বালুরঘাট গীতাঞ্জলি মার্কেটে । এখানে প্রায় এক হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে সবজি দেওয়া হচ্ছে ।

লকডাউন হওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে । ফলে অভাব দেখা দিয়েছে সংসারে । তাই এই সময়ে দুস্থদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল বালুরঘাটের তৃণমূল যুব ও তৃণমূল ছাত্র পরিষদ । দুস্থদের বিনামূল্যে সবজি দেওয়ার ব্যবস্থা করে তারা । দু'দিন আগে থেকে বালুরঘাটের গীতাঞ্জলি মার্কেটে অস্থায়ী দোকান করে দুস্থদের সবজি দিচ্ছে তারা । তবে, কাদের এই সবজি দেওয়া হবে তার জন্য আগে থেকে একটি করে কার্ড প্রদান করা হয়েছে । সেই কার্ড দেখালে মিলছে বিনামূল্যে সবজি ।

অন্যদিকে দুস্থদের সাহায্য করার সময় যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে উদ্যোক্তাদের তরফে । ভিড় এড়াতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মানুষের দাঁড়ানোর জন্য চক দিয়ে দাগ কেটে দেওয়া হয়েছে । সবজি বিলির সময় সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেদিকে সর্বক্ষণ নজর রাখছেন বালুরঘাট তৃণমূল যুবর সভাপতি মহেশ পারেখ ও বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ । কঠিন সময়ে বিনামূল্যে সবজি পেয়ে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ । তৃণমূলের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে তারা ।

দুস্থদের হাতে বিনামূল্যে সবজি তুলে দেওয়া হচ্ছে

এবিষয়ে বালুরঘাট শহর তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ ও বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহেশ পারেখ জানান, লকডাউনের ফলে রোজগার বন্ধ হয়ে যাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে । যতদিন লকডাউন চলবে ততদিন বিনামূল্যে তাঁরা অসহায় মানুষদের সবজি প্রদান করবেন । প্রশাসনের যা গাইডলাইন রয়েছে সেইমতোই কাজ করছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details