পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্ত যুব তৃণমূল নেতা, কর্মসূচি বাতিল অর্পিতা ঘোষের - তৃণমূল কংগ্রেস

রাজীব বন্দোপাধ্যায়ের দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া যুব তৃণমূল নেতা কোরোনা আক্রান্ত । এই খবর প্রকাশ্যে আসতেই আগামী এক সপ্তাহের সমস্ত কর্মসূচি বাতিল করলেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোষ ।

TMC leader arpita ghosh cancelled party programme
দলীয় কর্মসূচি বাতিল করলেন অর্পিতা ঘোষ

By

Published : Jun 27, 2020, 7:09 PM IST

বালুরঘাট, 27 জুন : যুব তৃণমূল নেতা কোরোনা আক্রান্ত হওয়ায় আগামী এক সপ্তাহের দলীয় সব কর্মসূচি বাতিল করা হল । পাশাপাশি গত বৃহস্পতিবার বুনিয়াদপুরে মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করা সকল জেলা নেতাদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ । এছাড়া সেদিনের কর্মসূচিতে হাজির থাকা দলীয় নেতৃত্বদের করা হবে সোয়াব টেস্ট । আগামী 2 জুলাই বালুরঘাট এবং গঙ্গারামপুরে সোয়াব টেস্টের জন্য তাঁদের সোয়াব সংগ্রহ করা হবে । আজ দুপুরে বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে "বাংলার গর্ব মমতা" বিষয়ে সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ । আজকের সাংবাদিক সম্মেলনে অর্পিতা ঘোষের পাশাপাশি হাজির ছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি গৌতম দাস ।

বর্তমানে কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র এবং রাজ্যের ভূমিকা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তৃণমূলের জেলা সভানেত্রী । পাশাপাশি কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবাংলার মানুষকে শুধুমাত্র ভোটের জন্য বিভিন্নভাবে প্রতারণা করছেন তার তথ্য তুলে ধরেন অর্পিতা । তিনি বলেন, “অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার একদম কম । দিন দিন সুস্থ হওয়ার হার বাড়ছে । অন্য দিকে BJP বলছে রাজ্যের পক্ষ থেকে কোরোনার তথ্য প্রকাশ করা হচ্ছে না । সব কিছু ধামাচাপা দিতে চাইছে । পরিকল্পনাহীন লকডাউন ও আনলক করার জন্য কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ।”

জেলা তৃণমূল সভানেত্রী আরও জানান, “গত বৃহস্পতিবার বুনিয়াদপুরের রাজীব বন্দোপাধ্যায়ের দলীয় সভায় হাজির থাকা 40-45 জনকে হোম কোয়ারানটিনে থাকার কথা বলা হয়েছে । পাশাপাশি সেদিন অনুষ্ঠানে হাজির থাকা সকল নেতৃত্বদের সোয়াব টেস্ট হবে । কারণ ওই দিনের সভায় অনেক বয়স্ক ছিলেন । তাই জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।” আজ থেকে তিনিও হোম কোয়ারানটিনে থাকবেন বলে জানান তৃণমূল নেত্রী । পূর্ব ঘোষিত কর্মসূচির জন্য পুরো বিষয়টি জানাতে আজ সাংবাদিক বৈঠক করেন । আগামী 4 জুলাই পর্যন্ত সবরকম দলীয় কর্মসূচি বাতিল করেছেন তিনি । প্রয়োজনে এই সময় ভার্চুয়াল পদ্ধতিতে একে অন্যের সঙ্গে যোগাযোগ করবেন । কর্মসূচিতে রাজীব বন্দোপাধ্যায় থাকায় ওনাকেও ফোন করে পুরো বিষয়টি জানান অর্পিতা ।

ABOUT THE AUTHOR

...view details