পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশাসনের তৈরি সোশাল ডিসটেন্স মার্কেটে মানা হচ্ছে না বিধিনিষেধ - বংশীহারী

প্রশাসনের তৈরি করা সোশাল ডিসটেন্স মার্কেট । কিন্তু এই বাজারে কোরোনা সংক্রমণ রোধে বিধি নিষেধ মানা হচ্ছে না । বিভিন্ন দোকানদাররা কোরোনা ভাইরাস থেকে বাঁচতে মাক্স ব্যবহার করছেন না বলে অভিযোগ স্থানীয়দের ।

social distance market
সোশাল ডিসটেন্স মার্কেট

By

Published : Mar 29, 2020, 12:06 AM IST

বংশীহারী, ২৮ মার্চ : বুনিয়াদপুর হাটখোলায় বাজার বেশ পুরানো । কিন্তু এই বাজারে দোকানদাররা জায়গা কম থাকার জন্য পাশাপাশি বসে । কোরোনা ভাইরাস -এর জন্য বুনিয়াদপুর পৌরসভা এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই বাজারকে বুনিয়াদপুর ফুটবল মাঠে সরানো হয় । এবং প্রশাসন তার নাম দিল সোশাল ডিসটেন্স মার্কেট । কিন্তু এই বাজারে কোরোনা সংক্রমণ রোধে বিধি নিষেধ মানা হচ্ছে না । বিভিন্ন দোকানদাররা কোরোনা ভাইরাস থেকে বাঁচতে মাক্স ব্যবহার করছেন না বলে অভিযোগ স্থানীয়দের ।


বুনিয়াদপুর ফুটবল মাঠ এলাকায় দোকানদাররা ৫ ফুট দূরে দূরে গিয়ে বসছেন । প্রশাসনের পক্ষ থেকে দোকান থেকে দূরে চুন দিয়ে দাগ করে দিয়েছে এবং সেখান থেকেই ক্রেতাদের সবজি কিনতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দোকানদারদেরকে নিয়ে যাওয়া হয়েছে বুনিয়াদপুর ফুটবল মাঠে । এই ফুটবল মাঠে প্রায় ৪০ থেকে ৫০ টা দোকান বসে আছে কিন্তু কোনও কোনও দোকানদার কোরোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে মাক্স ব্যবহার করলেও বেশিরভাগ দোকানদারেরা মাস্ক ব্যবহার করছেন না বলে অভিযোগ । তাই স্থানীয়রা চাইছেন পৌরসভা থেকে যদি কোনও মাস্ক এর ব্যবস্থা করে তাহলে কোরোনা ভাইরাস থেকে বাঁচতে পারে এই দোকানদারেরা ।


এই বিষয়ে শুভদীপ তালুকদার নামে এক বাসিন্দা জানান, পীড়তলা বাজারকে বুনিয়াদপুর ফুটবল মাঠে প্রশাসনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে । বুনিয়াদপুর পৌরসভা বাজার যখন স্থানান্তরিত করা হয় সে সময় বলে দেওয়া উচিত ছিল সবাই যেন মাস্ক ব্যবহার করে । বাজারে এখনও পর্যাপ্ত পরিমাণে মাস্ক নেই । অন্ততপক্ষে রুমালটা যেন তারা যেন বাঁধে এই অনুরোধ । বুনিয়াদপুর পৌরসভা সম্পূর্ণ গাফিলতির কারণেই বিভিন্ন দোকানদারেরা মাস্ক ব্যবহার করছে না বলে স্থানীয়দের অভিযোগ।


বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল মন্ডল জানান," বুনিয়াদপুর ফুটবল মাঠে সোশাল ডিসটেন্স মার্কেট করা হয়েছে । সরকার থেকে বলা হয়েছে প্রতিটা মানুষকে দূরে দূরে থাকতে হবে এবং সেই জন্যই এই হাটখোলা বাজারকে বুনিয়াদপুর ফুটবল মাঠে নিয়ে আসা হয়েছে । বাজারে মাস্ক পরে আসতে বলেছি কিন্তু বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না আমরা খোঁজ করছি কারা মাস্ক বানায় এবং সেই সমস্ত সংগ্রহ করে বাজারের বিভিন্ন দোকানদারদেরকে দেবার চেষ্টা করছি ।"

ABOUT THE AUTHOR

...view details