বালুরঘাট, 15 এপ্রিল: কালবৈশাখি ঝড়ে গাছ ভেঙে পড়ল টোটোর উপর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন টোটোচালক। বুধবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের সৎসঙ্গ বিহারের কাছে। এদিকে রাস্তা উপর গাছ পড়ে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পরে রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট পৌরসভার কর্মী ও আধিকারিকরা। পৌরকর্মীরা গাছ কেটে রাস্তা পরিস্কার করলে শুরু হয় যান চলাচল। এদিকে কালবৈশাখি ঝড়ে জেলা জুড়ে বেশ কিছু গাছ ভেঙে পড়া ও বাড়ির চাল উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কোনও ব্লকে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা শাসক।
বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কিছু বাদেই কালবৈশাখি ঝড়ের পাশাপাশি শুরু হয় মুষলধারে বৃষ্টি । প্রবল হাওয়ায় ভেঙে যায় বেশ কিছু এলাকার গাছের ডাল। আজ বালুরঘাট সৎসঙ্গ বিহারের কাছে একটি গাছ ভেঙে পড়ে টোটোর উপর। টোটোটি সেই সময় চলমান অবস্থায় ছিল। ঘটনায় আঘাত পান টোটো চালক। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঝড়ে গাছ ভেঙে পড়ল টোটোতে , প্রাণে বাঁচলেন চালক - টোটো
বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কিছু বাদেই কালবৈশাখি ঝড়ের পাশাপাশি শুরু হয় মুষলধারে বৃষ্টি । প্রবল হাওয়ায় ভেঙে যায় বেশ কিছু এলাকার গাছের ডাল। আজ বালুরঘাট সৎসঙ্গ বিহারের কাছে একটি গাছ ভেঙে পড়ে টোটোর উপর। টোটোটি সেই সময় চলমান অবস্থায় ছিল। ঘটনায় আঘাত পান টোটো চালক। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
তাছাড়াও ওই বিশাল গাছ পড়ে যাওয়ার ফলে পৌরসভা নির্মিত একটি প্রতীক্ষালয় ভেঙে যায়। ঝড়ের প্রকোপে শহরের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ক্ষতি হয়েছে। বালুরঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কিছু বাড়ির টিনের চাল হঠাৎ দমকা হাওয়ায় উড়ে যায়। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়েছে। ব্যাহত হয় সাধারণ জনজীবন। এদিকে ঝড়ের ফলে বোরো ধান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষকদের৷ কারণ এই মুহুর্তে বোরো ধান ফলতে শুরু করেছে।
এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, এদিন ভিডিয়ো কনফারেন্সে BDO-দের সঙ্গে কথা বলেছেন তিনি। ঝড় বৃষ্টিতে কী ক্ষতি হয়েছে তার রিপোর্ট BDO-দের থেকে চাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির রিপোর্ট পাননি।