বালুরঘাট, 27 নভেম্বর : চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচিত হবে দক্ষিণ দিনাজপুর জেলার নতুন BJP সভাপতি ৷ গতকাল বিকেলে বালুরঘাটে BJP-র দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন ভারপ্রাপ্ত জেলা নির্বাচনী আধিকারিক শিবেন্দুশেখর রায় ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান জেলা সভাপতি শুভেন্দু সরকার, গৌতম চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা ৷
দক্ষিণ দিনাজপুরে BJP-র নতুন জেলা সভাপতি নির্বাচন ডিসেম্বরে
গত 13 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার 1271 বুথ সভাপতি নির্বাচন হয়েছে ৷ নির্বাচিত বুথ সভাপতি ও সক্রিয় সদস্যদের ভোটে জেলার 21 টি মণ্ডলের সভাপতি নির্বাচিত হয়েছে কয়েক দিন আগেই ৷ সদ্য নির্বাচিত ২১ জন মণ্ডল সভাপতি ও দলের 21 জন পরিষদীয় সদস্যের ভোট দানের মাধ্যমে নির্বাচিত হবেন জেলা সভাপতি ৷
প্রসঙ্গত, গত 13 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার 1271 বুথ সভাপতি নির্বাচন হয়েছে ৷ নির্বাচিত বুথ সভাপতি ও সক্রিয় সদস্যদের ভোটে জেলার 21টি মণ্ডলের সভাপতি নির্বাচিত হয়েছে কয়েক দিন আগেই ৷ সদ্য নির্বাচিত ২১ জন মণ্ডল সভাপতি ও দলের 21 জন পরিষদীয় সদস্যের ভোট দানের মাধ্যমে নির্বাচিত হবেন জেলা সভাপতি ৷ ভোটে এগিয়ে থাকা নামের প্রস্তাব অনুযায়ী রাজ্য কমিটি জেলা সভাপতির নামে চূড়ান্ত সিলমোহর দেবে ৷ আগামী ২৮ শে নভেম্বর জেলা সভাপতি নির্বাচন করার কথা থাকলেও তা পিছিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে করার নির্দেশ রয়েছে । তবে তার আগে এদিন জেলার 21 জন মণ্ডল সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজ্য নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিক শিবেন্দুশেখর রায় । জেলা পরিষদে 18 টি আসন এবং জেলার তিনটি পৌরসভা নিয়ে BJP-র মোট 21টি মণ্ডলে ভাগ করা হয়েছে ।
এবিষয়ে BJP-র জেলা নির্বাচনী আধিকারিক শিবেন্দুশেখর রায় জানান, দলীয় নির্বাচনের মাধ্যমে জেলা সভাপতি নির্বাচন করা হচ্ছে । এরপর অবশ্য দলের উর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন । আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণ দিনাজপুরের নতুন জেলা সভাপতি নির্বাচিত হবে ।