পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক সীমান্ত সিল প্রশাসনের

কোরোনা মোকাবিলায় এবার দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক সীমান্ত সিল করল প্রশাসন।।

border
সীমান্ত

By

Published : Apr 12, 2020, 12:12 AM IST


হিলি, 11 এপ্রিল: কোরোনা সংক্রমণ প্রকোপ এবার সিল করা হল দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক সীমান্ত। শনিবার থেকে জেলার বাংলাদেশ সীমান্ত পুরো সিল করা হয়েছে। যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত এই সীমান্ত সিল থাকবে। গতকাল সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন।

দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তবে জেলার হিলি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়েই একমাত্র পণ্যপরিবহনের পাশাপাশি মানুষরা যাতায়াত করে। এদিকে কোরোনা মোকাবিলায় আন্তর্জাতিক বাণিজ্য অনেক আগেই বন্ধ করা হয়েছে। লকডাউনের মধ্যে যাতে বাংলাদেশ থেকে চোরাপথে কেউ ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য এবার পুরো বাংলাদেশ সীমান্ত সিল করা হল। বন্ধ থাকবে কাঁটাতারের গেট। এনিয়ে গতকালই জেলা প্রশাসনিক ভবনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক করেন জেলাশাসক নিখিল নির্মল ও পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বৈঠকের পরই সীমান্ত সিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শনিবার থেকে জেলার সব সীমান্ত সিল করা হল। এদিকে তারকাঁটার সব গেট যাতে বন্ধ করা হয় তার জন্য এদিন পুলিশ ও প্রশাসন যায় বিভিন্ন এলাকাতে। গেট বন্ধ হলে সমস্যায় পড়তে পারে ভারতীয় কৃষকরা। কারণ অনেকের জমি কাঁটাতারের ওপারে রয়েছে।

এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল জানান, গতকালই এনিয়ে BSF আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি এবং জেলা পুলিশ সুপার। আজ থেকে ভারত বাংলাদেশ বর্ডার পুরো সিল করা হচ্ছে। যতদিন লকডাউন থাকবে এই নির্দেশ কার্যকর থাকবে। পাশাপাশি সীমান্তে যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য BSF-কে বলা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন।

এবিষয়ে BSF-র 199 ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট বিরেন্দ্র সিং নেগি জানান, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে সীমান্ত সিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। লকডাউন কার্যকর পর্যন্ত সীমান্ত সিল বজায় রাখা হবে। জরুরি ভিত্তিক প্রয়োজন ছাড়া যাতায়াত বন্ধ সীমান্তে। গরিব, দুস্থ মানুষদের BSF-র তরফে খাবার দিয়ে সাহায্য করা হবে।

ABOUT THE AUTHOR

...view details