পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গঙ্গারামপুর কলেজের

মুখ্যন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গঙ্গারামপুর কলেজের । তবে মহকুমাশাসকের হাতে চেক তুলে দেওয়ার সময় সামাজিক দূরত্ব মানা হয়নি বলে অভিযোগ ।

social distance
সোশাল ডিসটেন্স

By

Published : Apr 28, 2020, 12:20 AM IST

বংশীহারী, 27 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে 1 লাখ 101 টাকা দান করল গঙ্গারামপুর কলেজ কর্তৃপক্ষ । আজ কলেজ কর্তৃপক্ষের তরফে মহকুমাশাসক মানবেন্দ্র দেবনাথের হাতে চেক তুলে দেওয়া হয় । কিন্তু এই চেক দিতে এসে গঙ্গারামপুর কলেজের পড়ুয়া সহ শিক্ষকরা সামাজিক দূরত্ব মানেননি বলে অভিযোগ । মহাকুমাশাসকের ঘরে দূরত্ব না মেনে পাশাপাশি বসতে দেখা যায় তাঁদের।


কোরোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত দাস সহ পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতারা ভিড় করে চেক জমা দিতে মহকুমাশাসকের ঘরে ঢোকেন । মহকুমাশাসকের দপ্তরে গিয়ে কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ 101 টাকা অনুদান দেওয়া হয় ।



এই বিষয়ে BJP-র বংশীহারী ব্লকের সদস্য সুপ্রিয় দত্ত বলেন, "আজ গঙ্গারামপুর কলেজের পক্ষ থেকে মহাকুমাশাসকের হাতে চেক দেওয়ার সময় সামাজিক দূরত্ব মানা হয়নি । কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষ সহ সবাইকে সমাজিক দূরত্ব মানার কথা বলেছে । কিন্তু তৃণমূলের দালালরা এসব কথা মানে না । তাই তাঁরা মহকুমাশাসকের সামনে এভাবে বসে থাকতে পারে ।"

গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত দাস বলেন, "আজকে আমরা গঙ্গারামপুর কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য মহকুমাশাসকের দপ্তরে গিয়েছিলাম এবং সেখানে আমাদের কলেজের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন । কিন্তু সংখ্যা একটু বেশি হওয়ায় মহকুমাশাসকের ঘরে বসার জায়গা ছিল না । সেজন্য পাশাপাশি দাঁড়িয়ে থাকতে হয় ।"

মহকুমাশাসক মানবেন্দ্র দেবনাথ বলেন, "আমি বহুবার কলেজের অধ্যক্ষ সহ ছাত্রনেতাদের ঘরের বাইরে থাকার জন্য বলেছি । কিন্তু তাঁরা সেই কথা শোনেননি । তাঁরা একপ্রকার জোর করেই আমার ঘরে ঢুকে যান । এরপর থেকে কেউ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে এলে দু'জনের বেশি আমার ঘরে ঢুকতে দেওয়া হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details