বংশীহারী, 27 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে 1 লাখ 101 টাকা দান করল গঙ্গারামপুর কলেজ কর্তৃপক্ষ । আজ কলেজ কর্তৃপক্ষের তরফে মহকুমাশাসক মানবেন্দ্র দেবনাথের হাতে চেক তুলে দেওয়া হয় । কিন্তু এই চেক দিতে এসে গঙ্গারামপুর কলেজের পড়ুয়া সহ শিক্ষকরা সামাজিক দূরত্ব মানেননি বলে অভিযোগ । মহাকুমাশাসকের ঘরে দূরত্ব না মেনে পাশাপাশি বসতে দেখা যায় তাঁদের।
কোরোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত দাস সহ পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতারা ভিড় করে চেক জমা দিতে মহকুমাশাসকের ঘরে ঢোকেন । মহকুমাশাসকের দপ্তরে গিয়ে কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ 101 টাকা অনুদান দেওয়া হয় ।
এই বিষয়ে BJP-র বংশীহারী ব্লকের সদস্য সুপ্রিয় দত্ত বলেন, "আজ গঙ্গারামপুর কলেজের পক্ষ থেকে মহাকুমাশাসকের হাতে চেক দেওয়ার সময় সামাজিক দূরত্ব মানা হয়নি । কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষ সহ সবাইকে সমাজিক দূরত্ব মানার কথা বলেছে । কিন্তু তৃণমূলের দালালরা এসব কথা মানে না । তাই তাঁরা মহকুমাশাসকের সামনে এভাবে বসে থাকতে পারে ।"