পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানে লন্ডভন্ড দক্ষিণ দিনাজপুরও - North bengal

দক্ষিণে তাণ্ডব চালিয়ে রাতেই উত্তরে প্রবেশ আমফানের । লন্ডভন্ড দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা ।

ছবি
ছবি

By

Published : May 21, 2020, 12:38 PM IST

বালুরঘাট, 21 মে : আমফানের তাণ্ডবে জেরবার দক্ষিণ দিনাজপুর জেলাও । গতকাল বিকেল থেকে জেলাজুড়ে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি । রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঝড়ের গতিবেগ । রাতভর একইভাবে চলেছে ঝড়-বৃষ্টি । ভোররাতে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় পেরিয়ে যায় । লন্ডভন্ড হয়ে গেছে জেলার বিস্তীর্ণ এলাকা । একাধিক জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়েছে । উড়ে গেছে ঘরের চাল । যদিও এখন পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । এদিকে ঝড়ের জন্য গতরাত থেকে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে । পুরো বিষয়ে নজর রাখছে জেলা প্রশাসন ।



গতকালই উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান । দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে এটি বয়ে গেছে । সর্বোচ্চ 130-150 কিলোমিটার বেগে ঝড় বয়েছে দক্ষিণের জেলাগুলি দিয়ে । দক্ষিণে তাণ্ডব চালিয়ে উত্তরে প্রবেশ করে আমফান । বিকেল থেকে ঝড়ের গতিবেগ বাড়ে । রাতে 30-50 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বয়েছে । ভোররাতে সেই গতিবেগ আরও বেড়ে যায় । এদিকে ঝড়-বৃষ্টির জন্য ব্যাহত হয়েছে সাধারণ জনজীবন । ঝড়ে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, কুমারগঞ্জ সহ অন্যান্য ব্লকে একাধিক গাছ ভেঙে পড়েছে । উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি । কোথাও কোথাও রাস্তার উপরে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে রাস্তা আটকে গেছে । বহু বাড়ির টিনের ও খড়ে চাল উড়ে গেছে। এদিকে সকাল থেকেই উদ্ধারকাজে নেমে পড়েছেন বিপর্য মোকাবিলা দপ্তরের কর্মীরা । ঝড়-বৃষ্টির জেরে ক্ষতির সম্মুখীন জেলার বোরোধান চাষিরা । এখনও অনেক ধান কাটা না হওয়ায় তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।



এই বিষয়ে জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, এখনও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি । পুরো বিষয়ের উপর তাঁরা নজর রাখছেন ।

ABOUT THE AUTHOR

...view details