পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AIDS নিয়ে সংশোধনাগারের আবাসিকদের সচেতনতায় উদ্যোগ - AIDS নিয়ে সচেতন করতে উদ্যোগ জেলা স্বাস্থ্য বিভাগের

AIDS আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়েছে জেলায় । তাই মানুষকে সচেতন করতে যাত্রা ও পালাগানের ব্যবস্থা করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ।

AIDS Awarness Prgramme
AIDS সচেতনতা কর্মসূচি

By

Published : Dec 10, 2019, 11:42 PM IST

বালুরঘাট, 10 ডিসেম্বর : সাধারণ মানুষদের সচেতনতা করার পাশাপাশি সংশোধনাগারের বন্দী আবাসিকদের AIDS নিয়ে সচেতন করতে উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য বিভাগ । আজ যাত্রা ও পালাগানের (আলকাপ) মাধ্যমে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের AIDS সম্পর্কে সচেতন করা হয় । শুধু বালুরঘাটেই নয় চলতি মাসে জেলার বিভিন্ন প্রান্তে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এই অনুষ্ঠান করা হবে বলে খবর ।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় AIDS আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়েছে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ । পথনাটিকা থেকে শুরু করে যাত্রাপালা ও র‍্যালি সহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে । এবার সাধারণ মানুষের পাশাপাশি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । AIDS নিয়ে যাতে মানুষের মধ্যে ভুল ধারণা না জন্মায় তাই সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এবিষয়ে জেলা উপদেষ্টা কাকলি মুখার্জি জানান, যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হয়েছে কীভাবে HIV হতে পারে ? কোথা থেকে আসতে পারে ? তিনি বলেন, "HIV ব্যক্তিকে স্পর্শ করলেই তা সংক্রমিত হয় । এই ভুল ধারণা আমাদের মধ্যে এখনও অনেকেরই রয়েছে । এই সমস্ত বিষয়গুলি নাটক ও যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হচ্ছে ।"

1 ডিসেম্বর থেকে র‍্যালির মাধ্যমে এই সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে । চলতি মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত জেলার মোট চারটি জায়গায় এই কর্মসূচি করা হবে । আজ বালুরঘাট জেলা সংশোধনাগারে যে দলটি যাত্রাপালা করেছে তারা জেলার বিভিন্ন জায়গায়, বিশেষত হাট-বাজারের মতো জনবহুল এলাকাতে তাদের এই যাত্রা ও পালাগানের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের সচেতন করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details