বালুরঘাট, 10 ডিসেম্বর : সাধারণ মানুষদের সচেতনতা করার পাশাপাশি সংশোধনাগারের বন্দী আবাসিকদের AIDS নিয়ে সচেতন করতে উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য বিভাগ । আজ যাত্রা ও পালাগানের (আলকাপ) মাধ্যমে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের AIDS সম্পর্কে সচেতন করা হয় । শুধু বালুরঘাটেই নয় চলতি মাসে জেলার বিভিন্ন প্রান্তে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এই অনুষ্ঠান করা হবে বলে খবর ।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় AIDS আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়েছে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ । পথনাটিকা থেকে শুরু করে যাত্রাপালা ও র্যালি সহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে । এবার সাধারণ মানুষের পাশাপাশি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । AIDS নিয়ে যাতে মানুষের মধ্যে ভুল ধারণা না জন্মায় তাই সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।